পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> &S2 বঙ্গ-সাহিত্য-পরিচয়। এত বলি ধর্ম্মে বহু করয়ে শাসন। লজ্জিত হৈয়া ধর্ম্ম হৈল্যা অন্তর্ধান॥ অঙ্গরী কিল্লর বিদ্যাধরী বিদ্যাধর। যন্ত্রের সহিত কাটে সভাকার কর। কার কুচ শ্রবণ কাটিল কার কেশ। নাসিক কাটিল কার নাহি দয়া লেশ॥ কশ্যপে দেখিয়া তথা বলে রুদ্র-সেনা। পাইল তোমার মুনি প্রজাপতিপণ॥ পালহ সংহতি লয়্যা যতেক ব্রাহ্মণ। অনীশ্বর যজ্ঞে কেন লহ নিমন্ত্রণ॥ শুনিএ কহুপ কিছু না দিলা উত্তর। মহাভীত ভয়ে মুনি হইলা অন্তর॥ পলাইল বিপ্র সব ফেলাইয়া দক্ষিণ। ভূতের চীৎকার শব্দ শুনি ঝণঝণ॥ প্রমথগণেরে দক্ষ দেখি উগ্রমূর্ত্তি। ভয়েতে বিষ্ণুর গিয়া হইল শরণার্থী। ত্রাসেতে কম্পিত তনু মলিন বদন। শিব অপরাধ রক্ষা কর নারায়ণ॥ পলাইল স্থানে স্থানে যত দেবগণ। রক্ষা কর নারায়ণ কমলার প্রাণ॥ রামকৃষ্ণ দাস রচে গীত শিবায়ন। দক্ষ আসি পশিলেন বিষ্ণুর শরণ। বিষ্ণুর আগমন। গরুড়ে চড়িলা জগদীশ। নবীন মেঘের আভা বস্ত্র বিড়াতের প্রভা সারঙ্গের টঙ্কার কুলিশ ৷ চতুভুজ ছিল ত্রস্ত হইল অসংখ্য হস্ত অস্ত্র শস্ত্র মুখ্য সুদৰ্শন। যত পারিষদবর্গ শঙ্খ চক্র গদা খড়গ প্রভু সম বসন ভূষণ॥ গজ্জে হরি রহ রহ শর দুই চারি সহ কোথা যে তোমার সেনাপতি। প্রাণ হারাইবে রণে ছাড়ি দেহ দেবগণে না করিস্থ লোকের দুর্গতি॥