পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবের গান—দ্বিজ কালিদাস—কালিকা-মঙ্গল – ১৮শ শতাব্দী। రిన বলে ক এ বাপ মাত্র বিভা কর ত্বরাএ এভাব ঘুচাহ এক্ষণে॥ সন্ন্যাসীর কথা শুনে ঈষৎ হাস্ত বদনে কাত্যায়নী করেন উত্তর। শুন হে জটিল বর পাব বলে ভাল বর পুজা করি দেব মহেশ্বর॥ আমার মনের আশ অন্ততে নাঞি পিয়াস গৌরীর শিবকে বর ত্রিভুবনে আছে যত জন। রূপে মনন। অনুগ্রহ করি মোরে শিব যদি বিভা করে তবে বিভা করিব এখন॥ সে পদ মনে ভাবিএ শিবলিঙ্গ নির্ম্মাইএ সদা করি শিবের সাধন। শিব বিনে অন্ত জনে না দেখি না জানি মনে কালী নাম করি এ রচণ॥ ব্রহ্মচারী বলে ছি ছি কি কথা কহিলে। কপট সন্ন্যাসীর শিবশিব পূজিবাৱে তোরে কে শিখাইএ দিলে। নিন্দ। কি ফল পাইবে তুমি শিব পূজা করে। কেন দুঃখ পায় চলে যায় নিজ ঘরে॥ ভিক্ষা মাগে মরে সদা শিব দ্বারে দ্বারে। কখন সে এ যে বর দেয়াবে তোমারে॥ কি বর মাগবে বল ভিখারীর ঠাঞি। ক্ষমতা থাকিলে তার ঘরে অন্ন নাই॥ মহেশ্বর হবেন বর তোর অভিমত। দিয়ে মন বিবরণ শুন দোষ যত॥ হাড়মালা জপেন সদা বাঘছাল পরে। কেহ নাহি কাছে যান ভুজঙ্গের ডরে। ভাঙ্গ থেএ চড়ে র্যাড়ে শ্মশানে বেড়ায়। চন্দন বলিএ চিতাভষ্ম মাথে গায়॥ শ্মশানে মশানে রয় নাহি বাসস্থান। দেবতাবর্গেতে তারে না করে সম্মান॥ পাগল বলিএ তারে লোকে নিন্দ করে। বিবেকে (১) খাইল বিষ মরিবার তরে॥ (১) মনোন্তঃথে। এই শব্দ কথিত ভাষায় অনেক স্থলে “বিরাগে”র অর্থে ব্যবহৃত হয়।