পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8b শরৎকালে পল্লীবাসিনীদের খেদ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। উমা-বিরহে মেনকা। উমা বিনে গিরিরাণী পাগলের প্রায়। অন্নদা অভাবে অন্ন জল নাহি থায়॥ উমা ভেবে অবিরত মৌনী হএ রয়। কালেতে শরৎ ঋতু হইল উদয়। গগনেতে বিন্দু বিন্দু বারি ধারা ঝরে। ময়ুর ময়ুরী নাচে সরস অন্তরে॥ ঘোর নাদে জলধর গগনে গজ্জয়। সরোবরে সরোজ মুখেতে প্রকাশয়॥ কেতকিনী অমনি প্রফুল্ল হএ উঠে। পায় গন্ধ মকরন্দলোভে ভৃঙ্গ ছুটে। বাঢ়এ শশীর আভা অপরূপ শোভা। চকোর চকোরী উড়ে মৃধা সাধে শোভা ৷ শরৎ দেখিয়া সুখী হইলা ত্রিসংসারে। শারদা সেবার চেষ্টা সাধ সব করে॥ হেন কালে মেনকার যত প্রতিবাসী। রাণীকে ভৎসনা করি সবে কহে আসি॥ কেমনেতে হে গো রাণি আছ প্রাণ ধরে। সুবর্ণপ্রতিমা উমা সঁপে পাগলেরে॥ তত্ত্বটা না কর তারা আছে গো কেমন। ধষ্ঠ তুমি ওগো রাণি কঠিন তব মন। মেয়েরে আনিতে নাম নাই মা মুখেতে। উদরেতে অন্ন রাণি দেও কি মুখেতে ৷ সাত নাই পাচ নাই সেই মাত্র মেয়ে। সে বিহনে তোমার সংসার কারে লয়ে॥ লোকের মুখেতে মোরা যেটা শুনতে পাই। উমার অঙ্গেতে নাকি বস্ত্র মাত্রে নাই॥ বস্ত্রণভাবে বাঘছাল বা কভু পরয়। তৈলাভাবে চাচর চিকুর জটাময়॥ বিনা অন্ন হু-বর্ণ গেছে শুকাইয়ে। রুদ্রাক্ষ পরেন উমা ভূষণ বলিএ॥ সিদ্ধি বেটে বেটে করে কড়া পড়ে গেছে। দুঃখের নাহিক সীমা প্রাণ মাত্র আছে ৷