পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন সূর্য্যের গান। বিষ্ণু বা স্থক্যের সঙ্গে ইহাদের সংশ্রব কল্পনা করিরা পরবর্তী কৃষ্ণলীলা বিরচিত হওয়া আশ্চর্য নহে। বহু ং i্যক নক্ষত্রবিশিষ্ট স্বর্য বা বিষ্ণুদেবতাকে পরবর্তী সময়ে ষোলশত-গোপিনীবিহারী শ্রীকৃষ্ণরূপে পরিণত করা হইয়াছিল কিনা, তাহা ভাবিবার বিষয়। এক সময়ে যখন স্বর্য্যই প্রধান দেবতা ছিলেন, তখন তাহার নানা গ্রহন গুলে গতিবিধির কল্পনা-প্রসঙ্গে বিচিত্র উপাখ্যান-মালা দেশময় প্রচলিত ছিল; ভাগবতের কৃষ্ণলীলাতে সেই স্বর্ষ্যোপাখ্যান গুলি নব-কলেবরযুক্ত হইয়াছে কিনা, বলিতে পারি না; কিন্তু ইহা একটি অনুসন্ধানের বিষয় বটে। আমরা অনেক গুলি বাঙ্গালা স্বর্য্যমঙ্গলের সন্ধান পাইয়াছি। তন্মধ্যে ১৬৮৯ খৃঃ রচিত রামজীবন বিদ্যাভূষণের স্বর্য্যমঙ্গলধানি অতি বিরাটু গ্রন্থ। ইহাতে স্বর্য্যোপাসক আচার্য্যগণের হস্তে বৌদ্ধ হাড়িদের নির্য্যাতন বর্ণিত হইয়াছে। এই উপলক্ষে হুর্য্যোপাসকগণের সঙ্গে বৌদ্ধদের কোন প্রাচীন কলহের ঐতিহাসিক তত্ত্ব স্থচিত হইয়াছে কিনা, তাহ জানি না। আমরা স্থর্যমঙ্গলগুলি হইতে কোন অংশ উদ্ধৃত করিলাম না, যেহেতু তাহানের বিশেষত্ব কিছুই নাই। কিন্তু প্রাচীন কালের একটা স্বর্য্য সম্বন্ধীয় ছড়া আমাদের নিকট অত্যন্ত প্রয়োজনীয় বলিয়া মনে হইতেছে। এই ছড়ায় দেখা যায় যে, প্রাচীন স্বর্য্য-বন্দনায় যে সকল উপাখ্যান প্রচলিত ছিল, কালে সেই সকল উপাখ্যান পরবর্তী শিব ও কৃষ্ণের উপাসনায় আরোপ করা হইয়াছে। ‘গৌরী শিবের স্ত্রীরূপেই বঙ্গীয় কাব্য-সমূহে BBBBS BB KBB BB BBBB BBBBS SSSBBS BB BBB স্ত্রীর প্রতি প্রযুক্ত হইত। শ্রীকৃষ্ণের নৌকা-বিহার সম্বন্ধীয় ব্রজলীলার যে সকল পদ আছে, তাহার আদি-কথা স্বর্ঘ্যের নৌকা-যাত্রায় স্থচিত। পরবর্তী কালে যে সকল উপাখ্যান লইয়া শিব এবং শ্রীকৃষ্ণ-প্রসঙ্গ পুষ্ট হইয়াছে এই ছড়ায় তাহার উপাদান হুর্য্যে আরোপিত হইয়াছে। এখানে বোলন্ত গোপিনী লইরা শিব-ঠাকুরের সঙ্গে স্বর্য্য পূজা গ্রহণ করিতে ন খুৱায় যাত্রা করিতেছেন, এবং নৌকার কর্ণধার বিশাই, বা বিশ্বক খ্রী, শ্রীকৃষ্ণের ন্তায় নৌকাকে অৰ্দ্ধময় করিয়া কৌতুক করিতেছেন। এ সময়ে ঘরে ঘরে “স্বর্য্য-মঙ্গল” গীত হইত, তাহার কথা ও এই ছড়ায় পাওয়া যায়। এই স্বর্য্যের গান অতি প্রাচীন। ইহার ভাষা অনেকটা পরিবর্তিত হইয়াছে, সন্দেহ নাই; কিন্তু আমরা এই ছড়ার যে অংশটুকু পাইয়াছি, তাহ পৌরাণিক যুগের পূর্ব্বেৱ কল্পনা বলিয়া মনে হয়। পূর্বেই উক্ত হইয়াছে, স্বর্য্যের উপাসনা শিল এবং বিষ্ণু পুজার হইতে প্রাচীনতর। NVම්