পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ-সাহিত্য-পরিচয়। স্বর্য্যাই আইল শিবাই আইল পড়া গেল সাড়া। কেহ বাজায় ঢোল ডাগর কেহ বাজায় কারা॥ মুই যদি জানিতাম স্থর্য্যাই আসবেন আমার বাড়ী। চন্ননের ছড়া-ঝাইর দিতাম সকল বাড়ী ৷ স্বর্য্যাই আইল শিবাই আইল পড়া গেল সাড়া। সায়বান (১) টানাইয়া তারা রৈল কদমতলা॥ সূর্য্যের বিবাহেচ্ছ। ওপার দুইটী বাওনের কন্যা মেল্যা দিছে সাড়ি। তাহা দেখা স্বর্য্যাই ঠাকুর ফেরেন বাড়ী বাড়ী। ওগো সূর্য্যাইর মা। তোমার সূর্য্যাই ডাঙ্গর (২) হৈছে বিয়া করাও না ৷ ওপার দুইটী বাওনের কন্যা মেলা দিছে কেশ। তাহা দেখ্যা স্বর্য্যাই ঠাকুর ফেরেন নানা দেশ। ওগো সূর্য্যাক্টর মা। তোমার স্বর্য্যই ডাঙ্গর হৈছে বিয়া করাও না ৷ ওপার দুইটী বাওনের কন্ত মল খা দুয়া (৩) পায়। তাঙ্গ দেখা স্বর্য্যাই ঠাকুর বিয়া করতে চায়। ওগো সূর্য্যাক্টর মা। - তোমার স্বর্য্যাই ডাঙ্গর হৈছে বিয়া করাও না ৷

  • . ঘটকের আগমন। ঘটক চলিল ও চলিলরে ঘটক চূড়ামণি॥ ধ্রু॥

- কোথা থিক (১) আইছরে ঘটক কি নাম তোমার। স্বর্গে থিক আইছিরে আমি মঞ্চে (২) দিয়া পাও ৷ স্বর্য্যাইরও যে বিয়া রে হইবে রাঙ্গা শুকুরবার (৩) ৷ কি দেখিলা কি ওরে শোনলা ঘটক রে মশায়। হাত দেখলাম পাও দেখলাম দেখলাম দীঘল চুল। প্রদীপের রোম্নাইতে দেখলাম বধুর চন্দ্রমুখ। (১) সামিয়ান। (২) ডাগর = বয়স্ক। (৩) পায়ের এক প্রকার বক্রাকৃতি অলঙ্কার। (৪) হইতে। (৫) মর্ত্যে। (৬) শুক্রবার।