পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০8 বঙ্গ-সাহিত্য-পরিচয়। লোহ তাতাইয়া কামারগণ করে গণ্ডগোল। কেহ বলে তাতা কেহ বলে তোল॥ একেবারে কামারগণ করে হুড়াহুড়ি। কামারের বোল চাল হাতুরের বাড়ী। অতি শীঘ্র অগ্নি জলে গায় পড়ে ঘাম। কেহ গড়ে লোহার ভিটি কেহ গড়ে খাম॥ হাজারে হাজারে কামার করে কিল কিল। (১) কেহ গড়ে কপাট কেহ গড়ে খিল ৷ তারাপতি কর্ম্মকার চাতুরী ভাল জানে। বাছিয়া বাছিয়া কামার লইল জনে জনে॥ বিশ্বকর্ম্ম স্মরিয়া স্মরিল দেবী আই। বিটার বেকা ভাঙ্গিয়া যুখিল (২) ঠাঞি ঠাঞি। আড়ে সাত গজ নয় গজ দর্ঘে। প্রমাণ করিল ঘর নয় গজ উভে ৷ ঝাটিতে সারিয়া কামার করে ত্বরা। খুটির উপর চড়িয়া ঘর করে সারা। চাল গড়ি তারাপতি হাতে লৈল রুয়া। কসিয়া বান্ধিয়া দড় (৩) করে টুয়া॥ ঘর বান্ধিয়া কামার লামিল ভূমিত। চারিখান লোহার বেড়া দিল চারি ভিত॥ আগাগোড়া যোড়াইয়া বাসরে দিল ভাও। পিপীড়ার সঞ্চার নাই না সঞ্চারে বাও ৷ চাদর কার্য্যে কর্ম্মকারের মনের আশা আতি। কোণে কোণে মিলাইয়া দিল লোহার পাতি॥ ঘর নির্ম্মাইয়া তারা ঘরে গেল ঝাট। এক ভিতে দ্বার থুইয়া লাগাল কপাট। বাহির দিয়া তবে সর্ব্ব লোকে চাই। থাকুক অন্তের কায বায়ুগতি নাই। (১) ইতস্ততঃ ছটাছুটি করে। (২) পরিমাণ করিল। (७) छूछ।