পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসামঙ্গল—দ্বিজ বংশীবদন–১৬শ শতাব্দী। ミ>○ নানাবিধ আনারস লাগাইল শেষে। রোপিল চালিতা জাম তার এক পাশে॥ জামীর কাগজী মুগ লাগায় প্রচুর। আদালেন্থ কাটালেন্থ লাগায় কপূর (১)। লাগাইল মেীকর আদি আমলকী। ধৃতরসা থৈকর (২) বয়েড়া হরীতকী॥ হরিদ্র আদা লাগায় আইল করিয়া। স্থানে স্থানে বস্তুগন্ধা লাগায় ছান্দিয়া॥ বাড়ীর মধ্যেত দিল দীঘি পুকুরী। তার পাশে লাগাইল নারিকেল সারি॥ তাহার অন্তরে পুষ্প চাপা নাগেশ্বর। রোপিল জবা ধুতুরা পূজিতে শঙ্কর॥ সারি সারি রোপিল বকুল সেফালিকা। রোপিল বিবিধ শ্বেত রক্ত মল্লিকা ৷ জাতী যুর্থী মালতী লাগায় সারি সারি। লাগাইল নানাবিধ লবঙ্গ কস্ত রী। শ্বেত কৃষ্ণ করবী সে দেখিতে সুন্দর। আর যত গন্ধ ফুল লাগায় বিস্তর॥ চান্দড় ইশর মূল আর নাগদনা। ঔষধ লাগায় যত নাহিক গণনা৷ যত কিছু ফল মূল আছে ই ভুবনে। সকল দেখিতে পাবা চাদর বাগানে॥ দ্বিজ বংশী দাসে গায় মধুর পয়ার। হরি পরে গতি নাই ভব তরিবার॥ মনসাদেবীর পূজোপলক্ষে কাজির সঙ্গে গোপগণের ঝগড়া। ইহা দেখি ভক্তিভাবে যত গোপগণ। দীপ ধূপে বলিদানে করয়ে পূজন। নানামতে করে তথা বাদ্য নাট গীত। হেনকালে এক কাজি আসি উপস্থিত॥ (১) পাণ-কপুরের বৃক্ষ। (২) থৈকর =থৈকল। অক্সফল। ইহা জরাদি রোগেও ব্যবহার করা যায়। এই ফল শ্রীহট্টে প্রচুর আছে।