পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল – দ্বিজ বংশীবদন—১৬শ শতাব্দী। ২২৫ দেব-সভায় অপ্সরাগণের মৃত্য। উষা ও অনিরুদ্ধের প্রতি অভিশাপ। অগ্রে উষ তার পাছে যতেক নর্ত্তকী। মৃদঙ্গ মন্দিরা আর করতাল ঝিকিমিকি ৷ কটিতে কিঙ্কিণী শব্দ নুপুর রুণুঝুনি। ক্ষুদ্র ঘটিকা বাজে কটিতে কিঙ্কিণী॥ মৃদঙ্গ পাখোয়াজ ডম্বুরু বাজয়ে বিশেষ। প্রথমে উর্ব্বশী করে নৃত্যেতে প্রবেশ॥ উর্ব্বশী। অঙ্গ ভঙ্গী করি নৃত্য করয়ে সুন্দরী। সমুখ বিমুখে যায় তালে ভর করি॥ উর্ব্বশীর নৃত্যে মোহিল দেব-সভা। উর্ব্বশীর অবশেষে আগু হৈল রম্ভ॥ রম্ভ। তাল ঘাতে নাছে ভাল কুবেরের নারী। মোহিল ইন্দ্রের সভা শুদ্ধ নৃত্য করি॥ দেব-সভা মোহিত করিল সুরগণ। সেই ছিদ্রে মেনকা নৃত্যেতে আগুয়ান॥ মেনকা। হাড়িয়া চামর (১) হাতে ভুবর্ণের ঝালী। ঘন ঘন পাকায় যেন ঝলকে বিজলী॥ শূন্তের সঞ্চার তালে করি ভর। মেনকার নৃত্য দেখি হাসে মহেশ্বর॥ হেন কালে গন্ধকালী আসি উপস্থিত। গন্ধকালী। সভা মোহিত কৈল শরীরের গন্ধে। বদনে ঈষৎ হাসি নাচয়ে নানা ছন্দে॥ কাচলি ঢাকিয়া সুদীর্ঘ কুঙ্কুম। ময়ূরে নাচয়ে যেন ধরিয়া পেখম। গন্ধকালী নাচে যেন খঞ্জনিয়া পার্থী। গন্ধকালীর নৃত্যে হৈল সব দেব মুখী॥ স্থর-পুরী সকল মোহিল গন্ধকালী। শশি প্রভা আগু হৈল অন্তস্পট (২) তুলি ৷ শশি-৫ভ। (১) পূর্ব্বকালে হাড়িগণ সম্ভবতঃ চামর ব্যঞ্জন করিত, অথবা সেই চামর হাড়িগণ নির্ম্মাণ করিত। (২) অন্তঃপুরের পর্দা। ૨ જ