পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩০ বঙ্গ-সাহিত্য-পরিচয়। যাত্রা করি অধিকারী পূজিলেক হর-গৌরী প্রণাম করিয়া সপ্তবার। (স্থত) মগধ ভাটে বন্দী শালে স্তুতি পঠে নারী লোকে দেয়ন্তী জোকার॥ বিনয় করিয়া স্তুতি হৃদয়ে ভাবিয়া অতি শুভ পাত্র করিয়া সঞ্চার। যোগান ধরিয়া ঠাটে আসিয়া মিলিল ঘাটে বাদ্য ভাণ্ড বাজায় অপার॥ সাধু উঠে মধুকর যে নায়ে শিবের ঘর পাইক সবে পাইল ঘোড়া। জুলাই পাইল যোড় মির বহর আরে তেড়া প্রতি নায়ে ঘন বাজে কাড়া॥ দুন্দুভি মৃদঙ্গ কাড়া বীজর বাজয়ে সারা শবদ উঠয়ে ঘোরতর। o গোঞ্জরী যুড়িয়া যায় চন্দ্রধরে রঙ্গ চায় রবির কিরণ হৈল ঘোর॥ জুলাই বলে বাও বাও বন্দিয়া চণ্ডিকার পাও - - প্রথমে মিলিল শঙ্খচূড় (১)। ছোটমোটি (২) তার পাছে যে নায়ে ভরিয়া আছে হাড়ী পাগ ধুতুরা বিস্তর। তবে সে র্কাজলরেখি (৩) দেখিতে যুড়ায় আঁখি চতুর্থে মিলিল দুর্গাবর (৪)॥ মাণিক্য-মেরুয়া (৫) নায়ে ষোল শত দাড় বায়ে তার শেষে আগলপাগল (৬)। তবেত রাজবল্লভ (৭) রাজহংস ভরা সব অষ্টমে মিলিল হংসবর (৮)॥ নবমে সাগর-ফেনা (৯) যে নায়ে কলিঙ্গ-সেনা তার শেষে মিলে উদয়-গিরি (১০)। একাদশে লক্ষ্মীপাশা (১১) যে নায়ে সুমাইর গ্রু বাসা নিত্য যাতে পূজে হরগৌরী। উদয়তারা (১২) দ্বাদশে গঙ্গাপ্রসাদ (১৩) তার শেষে চতুর্দ্দশে মিলে মধুকর (১৪)। ( ১–১৪ ) ডিঙ্গার নাম। 攣 সোমাই ওয়া (পুরোহিত)।