পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনস-মঙ্গল—দ্বিজ বংশীবদন – ১৬শ শতাব্দী। చ్చెరీరి রাজা কৈল অঙ্গীকার ভিন্ন সাধু বসিবার দুলিচা ফেলাইয়া দিল আগে। দ্বিজ বংশী দাসে ভণে রাজার কৌতুক মনে সম ভাষিল পাত্র মিত্র ভাগে ৷ রাজা ভেটি হরিষে বসিলা সদাগর। রাজা ভেটি যত বস্তু দিলেক গোচর॥ দেখিয়া রাজার সভা চাদ ভাবে মনে। সকল নির্ব্বোধ হেন বুঝি অনুমানে॥ এক এক জন দেখি দীঘল ডাগর। রাঙ্গ রাঙ্গা চক্ষু কর্ণ রাঙ্গা ওষ্ঠাধর। কেশ লোম দাড়িগুলি সকল পিঙ্গলা। পুরাণ গোহাড় হেন সাদা দন্তগুলা॥ দীঘল হাত পাও বেটার কালা শরীর। খাসী দাউদ ক্ষুদ্র ছলম সর্ব্বাঙ্গ ভূষিত। কপালে তিলক দিছে হিস্কুল হরিতালে। মণি মাণিক্য মালা দোলে সমাইর (১) গলে। সুবর্ণের খট্টাতে সমাহ ভাল বসে। তদেশীয় জাচার মাণিক্যেরে ঝলমলে অন্ধকার প্রকাশে॥ ব্যবহার। স্ববর্ণের ভূঙ্গারে সমাহর আচমন। ঘর দ্বার পুরী খণ্ড সকল সুবর্ণ। স্ববর্ণের পুরী খান স্ববর্ণের ঠুনি (২)। রক্তচন্দনে স্তম্ভ লাগাইছে মণি॥ সুবর্ণের ঘরগুলি প্রবেশ নির্গম। স্ববর্ণের পুরী খান দেখিতে উত্তম॥ তৈল তাম্বল গুয়া নাহি তার দেশে। মরিচের (৩) অণু গুলি ভক্ষণ বিশেষে। কোন পুরুষে তারা গুয়া নাহি খায়। মুখের দুর্গন্ধ তার সহনে না যায়॥ জাতিতে রাক্ষস তারা মনুষ্য আচার। কিছু কহি শুন তার দেশের ব্যভার॥ (১) সকলের। (২) থাম। (৩) শুকনা লঙ্কার। ○●