পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిలిy গিরিকল্পের নারিকেল ভক্ষণ ও বিপদ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। তুমি মৈলে সঙ্গে যাবে দশ পাচ নারী। (১) রাজ্যের লোক কান্দিবে তোমার গুণ স্মরি॥ তোমার চাকর আমি তোমার লুণ খাই। এই ভাল যুক্তি মোর শুনহ গোসাঞি। রাজা বলে তুমি মোর অধিক প্রতীত। তোমা হৈতে কেবা আছে আমার ব্যথিত॥ তুমি থাইলে যেন আমি খাইয়াছি। এতেক উচিত কার্য্য বুঝিয়া বলেছি। এত শুনি গিরিবর ছাড়িল নিশ্বাস। এতক্ষণে ছাড়িলাম জীবনের আশ॥ ধর্ম্মের দিগে চাহিয়া বলে সভার ভিতর। আমার বধের ভাগী এই সদাগর॥ কোথা হৈতে আইল বেটা বিষফল লৈয়া। আপনি মরিবে বেটা আমারে মারিয়া॥ এত শুনি সভামধ্যে লইল বিদায়। নারিকেল খাইব বলি চতুর্দিকে চায়। ঝুনা নারিকেল গোটা দুই হাতে ধরি। ত্রাসিত হইয়া প্রাণে কাপে থরথরি॥ দ্বিজবংশী দাসের কবিত্ব সুসার। সত্য এক নারায়ণ মিথ্যা যত আর॥ নারিকেল ছাতে করি গিরিবর দুয়ারী প্রাণশক্তি দিলেক কামড়ি। ছোলায় ভরিল গ্রাস মুখে বন্দী হৈল শ্বাস বাক্য না আইসে যায় গড়াগড়ি॥ চাড়াতে কামড় ফুটে দস্ত পড়ে গোটে গোটে রক্ত বহে দেখি বিপরীত। যেমত ছিল মনে বিষফল হেন জ্ঞানে হেট মুণ্ডে পড়িল ভূমিত॥ কাটা ছাগল প্রায় হাত পাও জাছড়ায় বাক্য না আইসে হইল মূচ্ছিত | মুখে দিয়া রক্ত বয় আকার ইঙ্গিতে কয় আমি মরি বল হরি হরি। (১) রাজার সঙ্গে মহিষীবর্গের সহমরণ যাওয়ার গ্রথা ছিল।