পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনস-মঙ্গল—দ্বিজ বংশীবদন—১৬শ শতাব্দী। *8○ চৌধুরী কুরসী খাট যত হিঙ্গুলালী। সুবর্ণের সিংহাসন ইহার বদলি। নেয়ারের (১) ছানী খাট ধরে নানা রঙ্গ। দীঘে পাশে মাপি দিবা সোণার পালঙ্গ॥ চাপ নাগেশ্বর পাট কাষ্টের চৌদল। নানা চিত্রাবলী তাতে আঁকিছে সকল॥ ইহার বদলে দিবা সোণার ভেটাই (২)। তথাপিও আমি রাজা মূলে ঘাটি যাই॥ যত সব হাড়ী পাগ (৩) নেহ ই সকল। বদলে আপনি দিবা কাংস্ত পিত্তল॥ সানক (৪) পিয়ালা নেও লেখা যোখা করি। ইহার বদলে দিবা লোটা গাড় ঝারী॥ ডালা কাটা আড়ি খুচি বড় বড় কুলা। ইহার বদলে দিবা সিসা রাঙ্গ তোলা॥ তৈল ঘৃত বদলে দিবা যত সিসারস। কুঙ্কুম বদলে মধু ভরিয়া কলস। পোস্তের বদলে দিব সোণার ঘুঘুর। পোস্তের যতেক গুণ কহিতে প্রচুর॥ বৃদ্ধে খাইলে হয় যুবা হনে (৫) ভাল। যুৱায় খাইলে পোস্ত বাড়ে গাবুরাল (৬)॥ এমন পোস্তের গুণ কহন না যায়। হংস হেন চার (৭) করে বক হেন চায় (৮)॥ চান্দ বলে আর ই বদলে কার্য্য নাই। কাপড় বদল কিছু করিবারে চাই॥ আনিয়াছি বসন বদল করিবারে। ঘাট টুট আগে কিছু দিবাম তোমারে (৯)॥ (১) মোটা ফিতার। (২) ভেটাই=বল (ball)। (৩) পাতিল = হাড়ীবিশেষ। (৪) দগ্ধ মৃত্তিক পাত্র বিশেষ। “সানকী।” (৫) হইতে। (৬) যৌবনের শক্তি, যথা, মাণিকচাদ রাজার গানে অনোর বিলাপে=“মোক ছাড়ি যাও আমার বৃথা গাবুরাল।” (৭) বল। (৮) দৃষ্টি করে। (৯) আমি অল্প লাভবান হই বা ক্ষতিগ্রস্ত হই তথাপি কিছু দিব।