পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসামঙ্গল—কবি ষষ্ঠীবর – খ্রঃ ১৬শ শতাব্দীর প্রথমাৰ্দ্ধ। ミQ? মণ্ডলে ৰোলে তোর ভাবু কি এ নড়ে রাই। দেশের মান্ত রাখিয়া বেকইর গুয়া চাই॥ বিনি গুয়া না দিলে যাইতে না পারিবা। শুই ছাএ না দিলেই যে অপমান পাইবা॥ সোণকারে বিদায় দিয়া চলিল তৎকাল। যাত্রাকালে কুলক্ষণ। ঘর হতে বহিরিতে মাথে লাগে চাল॥ বসন পরিতে চাদ আঁঠুতে ঠেকে কোচ। আচম্বিত চোখে লাগে আঙ্গুলেৰ খোচা॥ শঙ্কর পূজি চলে সাধু ললাটেত ফোট। নগরের মধ্যে দেখে হস্ত পদ কাটা॥ আলুদল (১) চুলি দেখে বিকৃতি শরীরে। কান্দয়ে বাদ্ধক (২) ভিক্ষা মাগি ঘরে ঘরে॥ মুক্তকেশী দিগম্বরী মাগত্রে যোগিনী। আকাশে ভ্রমন্ত দেখে সাচান (৩) গৃধিনী॥ তাহা না গণিয়া চাদ চলিল সকাল। বাম হতে দক্ষিণ দিগে যাওন্তি শৃগাল॥ যত যত বাধা পড়ে তাহা নাহি গণে। নৌকার নিকটে গেল প্রসন্ন বদনে॥ নাসিকার স্বর বুদ্ধি (৪) নাএ তোলে পাও। (৫) ত্বরমাণে মেলি দিল চৌদখান নাও॥ এক দুই তিন চারি মাস পঞ্চ ছয়। মিলিলেক সদাগর নদী কালিদয়। কালিদহের তীরে চাদ ছয় মাসে যায়। তবেত বাহুস্ত নৌকা উত্তরের বাএ (৬)॥ - - (১) আউদর বা আলুদল= এলায়িত। (২) বৃদ্ধ। (৩) বাজ পার্থী। (৪) বুঝিয়া। (৫) নাকের শ্বাস কোন দিকে বেশী বহিতেছে তাহ পরীক্ষা করিয়া সেই দিকের পদ অগ্রে নৌকায় তুলিয়া দিল। (৬) বাতাসে। రిరి