পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫৮ বঙ্গ-সাহিত্য-পরিচয়। গঙ্গাদাস সেন—খৃঃ ১৬শ শতাব্দীর শেষাৰ্দ্ধ। পদ্মার বেশ-পরিধান। পদ্মা আনি সখীগণ বেশ করে সুশোভন শিবের নন্দিনী অভিরামা। কপালে তিলক-শোভা ময়ূর-পুচ্ছের আভা যেন দেখি পূর্ণ চন্দ্রিম॥ কর্ণেতে কুণ্ডল-মণি অরুণ-বরণ জিনি গণ্ডকোণে করে বিরাজিত। চিকুর বান্ধিয়া ভালে বেড়িয়া বকুল-মালে যেন তারা মেঘেত বেষ্টিত ৷ কপালে সিন্দুর-শোভ অরুণ-কিরণ আভা নাসামূলে বেসর-মণ্ডন। বক-হংস জিনি গল৷ দুলিছে চম্পক-মালা কোন বিধি করিল ঘটন। জয় দেবি ব্রহ্মাণি কুরঙ্গ-নয়ন জিনি অঞ্জনে রঞ্জিত তিন আঁখি। চরণে নুপুর বাজে কটিতে কিঙ্কিণী সাজে রূপ দেখি না পিছলে (১) আঁখি॥ কনক চম্পকপাতি অপূর্ব্ব অঙ্গের ভাতি হেম জিনি মুক্তাহার সাজে। রত্ন অলঙ্কার অঙ্গে কে হেন পতঙ্গ অঙ্গে হেমাঙ্গুরী অঙ্গুলি বিরাজে। ভূরুর ভঙ্গিমা দেখি কামের কামান লুকি (২) মদনে তজিল ধনুখান। গজেন্দ্র-গমনে জিনি চলিতে কিঙ্কিণীধ্বনি মুনিগণে ছাড়িল ধেয়ান। বিচিত্র গৌরিন শাড়ী জয় দেবী বিষহরি সাজাইয়া নিল সর্থীগণ। (১) ফিরে। (২) কামের কামান আত্ম-গোপন করে।