পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৪ বঙ্গ-সাহিত্য-পরিচয়। বেহুলাকে ফিরাইয়া লইয়া যাইবার জন্য র্তাহার ভ্রাতৃগণের চেষ্টা ও বেহুলার উত্তর। সোদর দেখিয়া কন্দে বেহুলা সুন্দরী। সুবল সুন্দর ভাই শুন প্রাণ হরি॥ (১) লোহার বাসর ঘরে হইল বিপরীত। কালসাপে মোর পতি খাইল আচম্বিত॥ প্রাণনাথ লয়্যা কোলে জলে ভাস্থা যাই। কহিয় আমার মায়ে আর দেখা নাই॥ বিভা দিনে মৈল পতি যত অকুশল। মনেতে মনসা মাত্র ভরসা কেবল ৷ সায় সদাগর পিতা কহিয় তাহারে। বেহুলার পতি মৈল লোহার বাসরে॥ জলে ভাস্ত যাই আমি জীয়াবার আশে। ব্যথিত শুনিঞা কান্দে রিপুগণ হাসে। (২) সুবল সুন্দর বলে শুনগো বহিনী। মড়াটা লইয়া কোলে জলে ভাস কেনি (৩)॥ “ ছাড়িয়া আইস ঘরে ফিরাহ মানদাস। মাতা পিতা নাহি জীব (৪) শুনিঞা হুতাশ॥ ঘরের প্রধান তুমি সভাকার ভাল। কুলে ধিকাধিক (৫) দেখা তোমা বিভা দিল। বিভা দিনে পতি মৈল তোমার কপালে। স্বামীর সৌভাগ্য নাহি ভুঞ্জ চিরকালে॥ তিন ভাই কান্দি মোরা দণ্ডাইয়া কুলে। তুমি কেন জলে ভাস মড়া লৈয়া কোলে ৷ শুনিঞা অমল মাতা মরিব এখনি। ফির্যা আইস ঘরে যাই বেহুল নাচনী॥ বেহুল বলেন আমি হইলাঙ কড়া রাণ্ডী (৬)। কত আর ফেলাইব নিরামিষ হাণ্ডী॥ (১) সুবল, সুন্দর ও হরি—তিন ভ্রাতার নাম। (২) যাহারা দুঃখের দুঃখী (ব্যথিত) তাহারা শুনিয়া কাদিল, আর শত্রগণ (রিপুগণ ) শুনিয়া হাসিল। (৩) কেন। (৪) নাহি জীব=বঁচিবে না। (৫) শ্রেষ্ঠ। (৬) বাল বিধবা।