পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল—কেতকাদাস—১৬৫০ খৃষ্টাব্দ। շԳ » প্রভু পুনর্ব্বার জীবেক আমার তোমরা না কর দুন (১)॥ এত কথা শুনি যত জম্বুকিনী এ পড়ে উছার গাএ। অপূর্ব্ব কাহিনী কন্তু নাহি শুনি মড়া নাকি প্রাণ পাএ॥ শুন ধনী আলো কুলে টাঙ্গ ফেল উদর পূরিয়া খাই। তুমি নিজ ঘরে চলহ সত্বরে মোরা বনে বনে যাই॥ এ নব বেীবনে কিসের কারণে মড়াটা লইয়া কোলে। লাজহীন নারী শুনহ কুন্দরী কোথা ভাস্থ্যা যাহ জলে ৷ শৃগাল কথনে বেহুলার মনে কিছু নাহি অভিমান। এ সব শোচন ঘুচিব তথন প্রভু পাইলে প্রাণদান॥ ভাসিঞ সিয়াল (২) নাচনী বেহুলা গেল বহু দূরান্তর। মনসা-চরণ পরম কারণ ক্ষেমাননদ মাগে বর॥ মৃত পতিকে সঞ্জীবিত করিয়া বেহুল গৃহাভিমুখে। নগর নিকট আইল আপনার দেশ। স্বর্গের কিল্লরী যেন বেহুলার বেশ॥ লখার দ্বিগুণ রূপ দেবীর কৃপায়। বেহুল সাবিত্রী ঘারে মনসা সহায়॥ নগরের নিকটে আইল ঘাট চাপাতলা। হেন কালে প্রাণনাথে কহেন বেহুলা॥ (১) অভিশাপ। (২) শিয়াল-ঘাট।