পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԳ8 বেগিনী-বেশে। বেহুল পিত্রালয়ে। বঙ্গ-সাহিত্য-পরিচয়। নিজ মূর্ত্তি পরিহর যোগিনীর বেশ ধর বিভূতি ভূষণ সর্ব্ব গায় ৷ বেহুল প্রভুর বোলে নানা আভরণ ফেলে ধরে রাম যোগিনীর বেশ। রঙ্গণ কাপড় পরে শ্রবণে কুণ্ডল দোলে জট ভৈল মস্তকের কেশ॥ ধবল দশনপাতি অঙ্গে লেপে বিভূতি তেজিয়া গলার সাত-নরী। বিভূতি ভূষণ ঢালি অচিরাতে অঙ্গ কালী পিনাক (১) করে করিয়া সুন্দরী॥ যাইতে বাপের দেশ হইল যোগিনীর বেশ লক্ষ্মীন্ধর চলে তার সাথে। শঙ্খের কুগুল কাণে যোগী হয়্যা দুই জনে মায়ারূপে থাল কৈল হাতে॥ চৌদ্দ ডিঙ্গা ঘাটে থ্যা যোগী আর যোগিনী হয়। চলিল বেহুল লক্ষ্মীন্ধর। রূপে জিনি তিলোত্তম রাঙ্গণ কাপড়ে রামা ঢাকাইল শঙ্খ সুন্দর॥ গলায় রুদ্রাক্ষ মাল কান্ধে বুলি হাতে থাল লক্ষ্মীন্ধর চলে আগে আগে। বেহুলা তাহার পাছু লজ্জায় না বলে কিছু মায়া রূপে হে ভিক্ষ মাগে। সিংহনাদ শুনি গলে শিব শিব ঘন বলে মুখে অন্ত না নিঃসরে কথা। দেবী মনসার গীত ক্ষেমানন্দ বিরচিত নাএকেরে হবে বরদাত॥ বেহুলা লখাই হৈল যোগী আর যোগিনী। ঘরে ঘরে ভিক্ষা মাগে হেতু নাই জানি॥ সভাকার ঘরে গিয়া সিংহনাদ পূরে। শিব শিব বাণী তার বদনে নিঃসরে॥ বেহুল লখাই ভিক্ষ মাগে বাড়ী বাড়ী। থালের উপর কেহ দেই চালু কড়ি। (১) শিঙ্গা।