পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনস-মঙ্গল—কেতকাদাস–১৬৫০ খৃষ্টাব্দ। লক্ষের বিয়নি। বহিত্রর কাছে গিয়ে বেহুলা লখাই। পরিচয় বুদ্ধি গিয়ে স্বজিল তথাই॥ (১) বেহুলা দেবীর (২) দালী বুদ্ধের সাগর। ডাক দিয়ে আনিল কামিল্যা বিশ্বম্ভর॥ বিশ্বকর্ম্মে পাণ (৩) দিল বেহুলা নাচনী। আমারে গড়িয়া দিবে লক্ষের বিয়নি (৪)॥ আমার শ্বশুরা চাদ সোণকা বাণানী। পরিচয় লিথ তাহে কহিল নাচনী॥ বেহুলা লখাই লিখ সভাকার শেষে। আর চিত্রকর যত নগরে নিবৈসে (৫)॥ কামিণ্যারে (৬) আরতি (৭) দিলেন ফুল পাণ। ক্ষেমানন্দ বলে কর নাএকের কল্যাণ॥ বেহুলা আদেশে কামিল্যা হরিষে লক্ষের বিয়নি গড়ে। অতি সুগঠন কৈল আয়োজন চাদ চুয়াইয় পড়ে। কামিলা বন্ধানী গঠিছে বিয়নি শুধু স্ববর্ণের ডাট। বিয়নি দেখিয়া স্থির নহে হিয়া পবন মানিল ভাটী॥ (৮) কি যে অপরূপ সোণার বিস্তুক শোভিছে বিয়নি বুকে। তাহে ঝলমল সোণার কমল শোভে তার চারি দিকে॥ (>) (R) (9) (8) (c) (b) কি পরিচয় দিতে হইবে সেই বুদ্ধি স্থির করিল। মনসার। - পাণ হস্তে দিয়া আদেশ করার রীতি ছিল। লক্ষের = লক্ষ মুদ্র মূল্যের। বিয়নি = বিজনী। নিবসে। (৬) শিল্পীকে। (৭) পুরস্কার বায়ু পরাজয় মানিল। ՀԳԳ বিয়নি নির্ম্মাণ।