পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(১) ষান্মাসিক শ্রাদ্ধ। গুহ। ডিঙ্গাগুলি গৃহের মত দেখাইতেছিল। মনসা-মঙ্গল—কেতকাদাস—১৬৫০ খৃষ্টাব্দ। এত বলি কথা নিজ পুরী যথা চলি গেলা বিশ্বকর্ম্ম। ভাবিয়া আপনি বেহুলা নাচনী প্রাণনাথে কহে মর্ম্ম॥ শুন প্রাণপতি কর অবগতি ইহার উপায় পিছে ৷ শুনি লক্ষ্মীন্ধর কহিছে উত্তর যে তব মনেতে ইচ্ছে ৷ প্রভুর বচনে ভাবে মনে মনে বেহুল ডোমনী হৈল। মনসা-চরণে ক্ষেমানন্দ ভণে দেবী যারে কৃপা কৈল। লক্ষের বিয়নি লয়্যা বেহুল নাচনী। ডোমনীর বেশ তবে হইল আপনি॥ রূপার মাকড়ী কাণে ঘন ঘন নীড়ে। ডাগর রসের কাঠি গাথ্যা পরে গলে। লক্ষ্মীন্ধর ডোম হৈল বেহুলা ডোমনী। সঘনে ফিরায় রামা লক্ষের বিয়নি ৷ এই রূপে বেহুলা লখাই দুই জনে। সাধুর বাড়ীর কথা শুন সাবধানে॥ চাদ বাণার পুত্র মরিল যেই মাসে। লখাইর ছয় মাসি (১) সাধু দেই সেই মাসে। পুত্রের ছয় মাসি দেই চাদ সদাগর। এথা জীয়ে আইলা বেহুল লক্ষ্মীন্ধর॥ হেন কালে চাদ বাণ্যার বধু ছয় জন। জল আনিবারে তারা করাছে গমন॥ ছয় কুম্ভ কাখে করা ছয় জন রাড়ী। চাপাতলার ঘাটে দেখে বিপরীত বাড়ী (২)॥ চৌদ্ধ ডিঙ্গা জলে ভাসে তাহাতে রমণী। ঘন ঘন ফিরাইছে লক্ষের বিয়নি ৷ (২) বিপরীত বাড়ী = বিশাল ২৭৯ বেহুলার ডেমিনী ৰেশ। z