পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসামঙ্গল – কেতকাদাস—১৬৫০ খৃষ্টাব্দ। ミbrぐ দেয়ালে উঠিয়া চাদ চৌদিকে নেহালে। চৌদ্দ ডিঙ্গা ভাসে দেখে গাঙ্গুড়ের জলে। দেখিয়া শুনিঞ সভার বাড়িল উল্লাস। হাত বাড়াইআ যেন পাইল আকাশ ৷ নারায়ণ দেব, জানকীনাথ ও শিবরামের ভণিতাযুক্ত। অধিকাংশ জনকীনাথের। প্রায় ৩০০ বৎসরের প্রাচীন পুথি। দেব-সভায় বেহুলার মৃত্য। নাচে সুন্দরী বেউলা অলক্ষিতে করে খেলা নানা রূপে করে অঙ্গ ভঙ্গ। নয়ন কটাক্ষে চায় প্রাণ হরি নিয়া যায় অপরূপ মদন তৰঙ্গ॥ খঞ্জন-গঞ্জন-গতি চলিতে সুভাতি অতি ঘনে ঘনে অঙ্গুলি দেখায়। ক্ষণে ক্ষণে উঠে বৈসে অতি সুললিত বেশে ক্ষণে ক্ষণে মন্দিরা বাজায়॥ মুখে গীত গায় ভাল সঞ্জোগে বাজায় তাল ময়ুর পেখম জিনি নাচয়ে যে পাকে। স্বর মুনি আদি যত দ্রব হৈলা জলবত করুণায় ভেদিল অধিকে॥ কোকিলা জিনিয়া রব নৃত্য করে অসম্ভব ক্ষীণ কটি সদায় হেলায়। অপরূপ নৃত্য করি মোহিলেক ত্রিপুরারি পণ্ডিত জানকীনাথে গায়। অলক্ষিতে গতি করে শূন্তে করি ভর। মধুলোভে মত্ত যেন উড়য়ে ভ্রমর॥ ধীরে ধীরে বসি বেশ ধনী মৃধারাশি। অল্পে মাধুরী ঈষৎ করে হাসি। নাটআ (১) খঞ্জন জিনি নয়ন-ভঙ্গিম। লজ্জিত করিছে মুখে শারদচক্রিম॥ (১) নৃত্যশাল