পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বগুড়ার কবি জীবন মৈত্রেয়ের “বিষহরী-পদ্মাপুরাণ" হইতে উদ্ধৃত।
২৯৯

সিন্দূরের বিন্দু ভালে অলকা উজ্জ্বল করে
যেন নক্ষত্র-সহিত দ্বিজরাজ।
ললাট করিছে শোভা কল্যাণ-কার্মুক-লোভা
ভুরুষুগ যেন চাপরাজ[১]
তবেত মেনকা নারী বিপুলার বেশ করি
সাজাইয়া দিল বিনোদিনী।
সখীগণ সঙ্গে করি চলিলেন বিদ্যাধরী
তারামধ্যে শশীর মেলানী॥

কিবা সে রূপের শোভা পূর্ণ শশধর।
থাকুক মনুষ্য কায দেবতা চঞ্চল॥
বদনের শোভা কিবা পূর্ণিমার চান্দ।
বধিতে যুবক যেন পাতিয়াছে ফান্দ॥
নয়ান বন্দুক তাহে রঞ্জক কজ্জল।
পলক পলিতা তাহে তোতা[২] দুই কর॥

  1. শ্রেষ্ঠ ধনু।
  2. টোটা।