পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীকাব্য-মাধবাচার্য্য—১৫৭৯ খৃষ্টাব্দ। రి:Ra দেবাই নামে চর ছিল কটক ভিতর। ডাক দিয়া তাহারে বলিল দেবীবর॥ দেবীবরে বলে শুন আমার উত্তর। রায়বর চলি যাও বীরের গোচর॥ দেবীবর বাক্যে চর নোঞাইয়া মাথা। উপনীত হৈল গিয়া মহাবীর যথা॥ চরে বলে বাক্য শুন ব্যাধ সুন্দর। রাজ-সৈন্ত সাজি আইল তোমার নগর॥ যুদ্ধ দিবা কিবা তুমি রাজকর দিবা। দুই মত রাজ-আজ্ঞা কেমন করিবা॥ কালকেতু বলে চর বলিরে তোহ্মারে। বসিতে বিলাত কেহ না দিছে আহ্মারে॥ (১) গহন-জঙ্গল খাল জানে সর্ব্বজন। দুর্গার আজ্ঞায় নগর করেছি পত্তন॥ ইথে যদি কর চাহে কলিঙ্গ-রাজন। বীরবংশে জন্মিয় রাজারে দিব রণ॥ এমত শুনিয়া চর করিল গমন। দেবীবর বিদ্যমানে দিল দরশন। কালকেতুর সৈন্যের পরাজয় ও ফুল্লরী-কালকেতু-প্রসঙ্গ। ভগ্ন পাইকে কহে গিয়া ফুল্লরার গোচরে॥ গড় লজি রাজপাইক উঠিল নগরে। চারি দিগে ঘেরিলেক কেতুর সেনারে। যতেক বাঙ্গাল পাইক ভয় পায়া মনে। হাতের অস্ত্র ফেলাইয়া পলাইল রণে॥ পলায় কেতুর পাইক মনে পাইয়া ভয়। চামর খসাই সভে যায় নিজালয়॥ পলাইল যোগী পাইক মনে ভয় পায়া। সমরে রহিল কাটামুণ্ড শিরে দিয়া॥ কর্ম্মকার পাইকে বলে করিয়া বিনয়। বীর গুরু বধিতে তোমার ধর্ম্ম নয়॥ (১) আমাকে কেহ জমি বিলি করিয়া দেয় নাই।