পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীকাব্য—মাধবাচার্য্য—১৫৭৯ খৃষ্টাব্দ। HIV খুল্লনা ও লহন। দুবলায়ে বলে রামা নিজ গৃহে চল। জ্যেষ্ঠ ভগিনীর হাত কি কারণে ঠেল। দুবলার বাক্যে রামা করিল গমন। আপনার পুরে আসি দিল দরশন। যেন মাত্র গৃহে আইল দুইত সতীয় (১)। ঘরে ঘরে নিয়া রামা ছাগল রাখায়॥ দুবলা করিয়া দেহি যত আয়োজন। হরষিতে লহনায়ে করয়ে রন্ধন॥ লহনীর রন্ধন। পাবক জালয়ে রামা মনের হরিষে। শাক রন্ধন করি ওলাইল বিশেষে। উমাবড়ি ভাজি রান্ধে স্বতেতে আগল। জাতিকলা দিয়া রান্ধে ঝুনা নারিকল। জলপাইর অম্বল রান্ধে মহাহৃষ্ট হয়্যা। সম্ভারি ওলাইল তারে সর্ষে পোড়া দিয়া॥ নিরামিষ ব্যঞ্জন রামা থুইয়া এক ভিত। আমিষ রান্ধিতে লহনায় দিল চিত ৷ মনের হরিষে রান্ধে রোহিতের মাচ। দুহিতা মিশালে রান্ধে দরিতা আনাচ। বড় বড় কৈ-মৎস্ত রান্ধয়ে হরিষে। সুগন্ধী তণ্ডুলে অন্ন রান্ধে অবশেষে। স্বর্ণখালা পীড়ি আনি যোগায় দুবা দাসী। ভোজন করিয়া বৈসে দুইত রূপসী॥ শারদার চরণ-সরোজ-মধুলোভে। দ্বিজ মাধবানন্দে অলি হৈয়া শোভে ৷ তোর জন্তে রান্ধিয়াছি বড়হি যতনে। বিড়াল ও মৎস্তের বড় দুঃখ পাইয়াছ ভ্রমিয়া কাননে॥ মুড়া। নানা মতে রান্ধিয়াছি দিয়া চতুর্জাত। সম্ভারিয়া ওলাইতে পুড়িয়াছে হাত॥ খুলনারে বলে দিদি মুড়া খাও তুমি। তবে এক লক্ষ ধন পাইব যে আমি৷ (১) সতিনী।