পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७8रे দেবীকে দর্শন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। সুব্যক্ত করিয়া রামা কহ সত্য ভাষা। মিথ্যা হৈলে চোয়াড়ে (১) কাটিব তোর নাসা॥ সত্য মিথ্যা বচনে আপনি ধর্ম্ম সাক্ষী। তিন দিবসের চন্দ্র দ্বারে বসি দেখি॥ পসরা চুপড়ি পাটি লইল ফুল্লরা। চলিলেন গোলা হাটে তেজিয়া পসরা॥ আগে আগে চলিল ফুল্লরা নারী জন। পশ্চাতে চলিল কালু ব্যাধের নন্দন॥ নিজ নিকেতনে গিয়া দিল দরশন॥ দেখিতে পাইল দোহে অভয়াচরণ॥ ভাঙ্গ কুড়ে ঘর খানি করে ঝলমল। কোটি চন্দ্র প্রকাশিত গগন মণ্ডল ৷ প্রণাম করিয়া বীর করে নিবেদন। অভয়া মঙ্গল গান শ্রীকবিকঙ্কণ॥ দেবীর সঙ্গে কালকেতুর আলাপ। _^ আমি ব্যাধ নীচজাতি তুমি রামা কুলবর্তী পরিচয় মাগে কালকেতু। কিবা দ্বিজ দেব কন্ত! ত্রিভুবনে এক ধন্ত ব্যাধের মন্দিরে কিবা হেতু॥ o ব্যাধ হিংসক বড় চৌদিকে পশুর হাড় শ্মশান সমান এই স্থান। কহি আমি সত্যবাণী এই ঘরে ঠাকুরাণী প্রবেশে উচিত হয় স্নান॥ ত্যজিয়া ব্যাধের বাস চল বন্ধুজন পাশ থাকিতে থাকিতে দিননাথে। যদি হয় পাপ নিশা লোকে গাবে দুষ্ট ভাষা রজনী বঞ্চিলা কার সাথে॥ কিবা পথ পরিশ্রমে আইলা দিগের ভ্রমে আয়াস ছাড়িতে (২) এই ঘর। চল বন্ধুজন পথে (৩) ফুল্লরা চলুক সাথে পিছে লয়ে যাব ধনুঃ শর॥ (১) অঙ্গ-বিশেষ দ্বারা। (২) বিশ্রাম লাভ করিতে। (৩) যে পথ দিয়া বন্ধুগণ সর্ব্বদা যাতায়াত করে, অর্থাৎ নির্জন পথে মহে।