পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীকাব্য-কবিকঙ্কণ—১৫৭৭–১৫৮৯ খৃষ্টাব্দ। “ඵIම් ছ সতিনে প্রেমবন্ধ দেখিয়া লাগয়ে ধন্ধ সুবর্ণে জড়িত যেন হীরা॥ ভোজন করিয়া নারী আচমন করে ফিরি জল আনি যোগায় দুর্ব্বল। শয় করয়ে শশিকলা॥ কপূৰ্ববাসিত গুয় তাম্বুল যোগায় দুয়া (১) সুগন্ধি-চন্দন দেয় গায়। সুগন্ধি-মালতী ফুল যাহে ভ্রমে অলিকুল মালাকার আনিয়া যোগায়॥ বিকালে ব্যঞ্জন দশ পিষ্টক টাবার রস ভোজন করয়ে কলাবতী। কপূর তাম্বুল লয়ে জু সতিনে থাকে শুয়ে একত্র শয়ন দিবা রাতি॥ প্রেমবন্ধ ছ সতিনে দেখিয়া দুর্ব্বলা মনে সাত পাচ ভাবে দুঃখ-মতি। করিয়া চণ্ডিকা ধ্যান শ্রীকবিকঙ্কণ গান দামুন্তায় যাহার বসতি॥ দুর্বলার কুপরামর্শ। জু সতিনে প্রেমবন্ধ দেখিয়া দুর্ব্বল। হৃদয়ে হইল তার কালকূট-জাল॥ যেই ঘরে দু সতিনে না হয় কোন্দল। সে ঘরে যে দাসী থাকে সে বড় পাগল॥ একের করিয়া নিন্দ যাব অন্ত স্থান। সে ধনী বাসিবে মোরে প্রাণের সমান॥ এমন বিচার রামা করি মনে মনে। উপনীত হইল লহন বিদ্যমানে॥ করেতে চিরুণী ধরি আচড়য়ে কেশ। লহনারে দুর্ব্বল করেন উপদেশ॥ শুন শুন মোর বোল শুনগো লহন। এবে সে করিলে নাশ আপনি আপন॥ (১) দুর্ব্বল দাসী। 8@