পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- চণ্ডীকাব্য-কবিকঙ্কণ ১৫৭৭–১৫৮৯ খৃষ্টাব্দ। ৩৬১ জাতি অনুসারে রা নাহি চিন বাপ ম৷ কাল সাপ কালিয়া বরণ। সদাগর আছে যথা কেন নাহি যাও তথা এই বনে ডাক অকারণ॥ আসিয়া বসন্তকালে বসিয়া রসাল ডালে প্রতিদিন দেহ বিড়ম্বন। হেন করি অনুমান আইল কিবা এই স্থান পিকরূপী হইয়া লহনা ৷ খাও স্বমধুর ফল উগারহ হলাহল বৃথা বধ করহ যুবতী। পিক যাও অন্ত বন খুলনা অস্থির মন মুকুন্দের মধুর ভারতী। দেবীর দয়া। প্রচণ্ড তপনে গাত্র ভাসে ঘর্ম্ম-জলে। পল্লব-শয্যায় রামা শোয় তরুতলে॥ নিদ্রায় আকুল রামা হরয়ে চেতন। চরণ-পল্লব দেখি ধায় অলিগণ॥ (১) আকাশ-বিমানে যান দেবী মহেশ্বরী। জয় পদ্মা বিজয়ী সহিতে সহচরী॥ অধোমুখী দুঃখে তারে দেখি ভগবতী। কহেন তরুর তলে কাহার যুবতী॥ পরম রূপসী কন্ত দেব অবতার। পরিতে নাহিক বস্ত্র গায় অলঙ্কার॥ পদ্মাবতী বলে মাতা শুন নারায়ণী। রত্নমালা এই কন্যা ইন্দ্রের নাচনী॥ তাল-ভঙ্গে শাপ দিয়া আনিলা অবনী। এবে অবধান কেন নাহি গো ভবানী॥ সতিনের হাতে রাম পড়িল সঙ্কটে। কাননে ছাগল রাখে তোমার কপটে॥ এতেক শুনিয়া চণ্ডী পদ্মার ভারতী। খুল্লনার শিয়রে বসিলা ভগবতী॥ (>) চরণকে গরব ভ্রম করিয়া অলিগণ তৎপ্রতি ধাবিত হইতেছে | 39