পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిట8 (১) ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন বেশ। হইল; যথা কৃত্তিবাসী রামায়ণে –“এগার নিবড়ে যবে বারতে প্রবেশ।” (৩) দুই বৎসরে পড়িল। (৪) শ্রীপতির অপভ্রংশ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। দুর্ব্বল কিঙ্করী গায় কৃষ্ণের চরিত। আনন্দে পুলকে শিশু নাচে গায় গীত ৷ পদাম্বুজে মল তার করে ঝিলিমিলি। ক্ষণে ক্ষণে রহি বালা দেয় করতালি ৷ ক্ষণেক পরয়ে ধড়া ক্ষণে শিরে পাগ। কনকরুচির অঙ্গে লেগেছে পরাগ ৷ মদন গঞ্জন রূপে ভুবন রঞ্জন। খুল্লনার বন্দী কৈল লোচন খঞ্জন॥ আন দিন আন বেশ (১) সাধুর নন্দন। কৌতুকে খুল্লনা দেয় ভূষণ চন্দন॥ এক বৎসরে নিবড়িল (২) দুই দরশন (৩)। তিন বৎসরের ছিরা (৪) বেণের নন্দন॥ চারি চৎসরের যবে বেণিয়ার বালা। শিশুগণ সঙ্গে করে ভাগবত খেলা॥ স্বামী আসিবেন ঘরে করিয়া ভাবনা ৷ প্রতিদিন ভাগবত শুনেন খুল্লনা ৷ দিনে দিনে ভাগবত শ্রবণের কালে। কৃষ্ণ-কথা শুনে ছিরা জননীর কোলে। নগরিয়া শিশুসঙ্গে নিত্য করে খেলা। কৃষ্ণ-কথা অনুরূপে করে নানা ছলা॥ অনুরূপ কেহ নাই চরণ নিকটে। কৃষ্ণের আবেশে ছিরা ভাঙ্গিল শকটে। পুতনার স্নেহেতে কেহ দেয় বিষন্তন। স্তন পান করি তার হরিল জীবন॥ মায়ের বেশে কেহ কোলে করিল কৌতুকে। বিশ্বরূপ তারে ছিরা দেখাইল মুখে॥ যশোদা হইয়া কেহ করিলেক কোলে। সহিতে না পারি ভার রাখিল মহীতলে॥ কেহ তৃণাবর্ত্ত হৈয়া তুলিল গগনে। কণ্ঠদেশে চাপি তার করিল নিধনে॥ (२) निहख्नि=>ह