পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫০২

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

৩৭৮

বঙ্গ-সাহিত্য-পরিচয়।

বাম বাহু রতিগলে রতি-বাহু গলেতে।
ভুবন-মোহন কর হর-মন মোহিতে॥
বায়ুবেগে সকলে উত্তরে হিমগিরিতে।
আগমন মদন সকল ঋতু সহিতে॥
কুসুমে প্রকাশ গিরি বন উপবনেতে।
নানা ফুল ফুটিল ছুটিল রব পিকেতে॥
ছুটিল মানিনী-মান লাগিল ধ্বনি কাণেতে।
মৃত তরু জীবিত নবীন ফুল পাতেতে॥
থর থর কেতকী কাঁপিছে মৃদু-বাতেতে।
অকালে অশোক ফুটে সেফালিকা দিনেতে॥
ললিত মালতী ফুটে যুথিকার ডালেতে।
বকুল কদম্ব নাগকেশরের পরেতে॥
মধুকর রব বলি তাকে মন মাদতে।
কুহরিছে কোকিল সমূহ পাঁচ শরেতে॥
নব লতা মাধবীর নতশির ভূমেতে।
পলাশ টগর রেল নত ফুল ভরেতে॥