পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৮৬
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

তাড়-বালা পাশুলি পদেতে শোভা করে।
পরিপূর্ণ বাজুবন্ধ শঙ্খের উপরে॥
আঙ্গুলে অঙ্গুরী পরে নাকে নাক-চনা।
সচঞ্চল শশিমুখী অঞ্জননয়না॥
দুসূতিতে সূতি পরে শতনুরী[১] হার।
পুরট পর্ব্বতে যেন জাহ্নবীর ধার॥
বড় সাধে শঙ্খের উপরে পরে চুড়ি।
তার কাছে রাঙ্গা রুলী শোভা করে বড়ি[২]
পায়ে পরে পাতা-মল অপূর্ব্ব পাশুলি।
বিনা করিয়া বান্ধে বিচিত্র কাঁচলি॥
কাঁচলির সমুখেতে পূর্ণরাস লেখা[৩]
মাধবেরে গোপিনী যেখানে দিল দেখা॥
সারি সারি শোভা করে ষোল শ গোপিনী।
তাহার মধ্যে দাণ্ডাএ আছেন চক্রপাণি॥
সুমধুর পাখোআজ মন্দিরা করতাল।
গোপিনী সকল নাচে বড়ই রসাল॥
কেহ বা আনন্দ করে কৃষ্ণে কোলে করি।
নিজ গুণে আবস্থিলা রাধিকা সুন্দরী॥
অবনীতে জাহ্নবী জন্মিলা যার পায়।
সে জন গোপিনী কোলে নাচিয়া বেড়ায়॥
পূর্ণ রসে লিখিল সমুখে দান খণ্ড।
ভাঙ্গা নায় রাধা কানু তরঙ্গ নিখণ্ড[৪]
অনিল তরঙ্গ লীলা যমুনার জলে।
রাধা কানু সহিত তরণীখান দোলে॥
পরাণে আকুল বড় রাধা ঠাকুরাণী।
তরঙ্গে তরঙ্গ লীলা কৈল চক্রপাণি॥
অক্রূর সংবাদ কিছু লিখিয়াছে আর।
বলরাম সমুরারি চিত্র লেখা সার॥
কৃষ্ণ লোএ[৫] অক্রূর চড়িল্যা নিজ রথে।
আনন্দে করিল যাত্রা মথুরার পথে॥

  1. যাহার একশত নুরী (লহরী) আছে।
  2. বড়।
  3. সম্পূর্ণ রাসলীলা চিত্রিত।
  4. অখণ্ড (পূর্ণ) তরঙ্গ।
  5. লয়ে।