পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৯৮
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

বার জন ভক্ত মৈল দ্বাদশ আমিনি।
এই সত্য ধর্ম্ম কথা এই আমি জানি॥
স্মরিয়া সেনের গুণ সারি শুক মল।
মনোরাম কপিলা কমলে ঝাপ দিল॥
মাথায় মারিয়া ঢাক মরেছিনু আমি।
অপরঞ্চ ইহার অধিক নাই জানি॥
পশ্চিম উদয় দেখে পুলকিত সবে।
লাউসেন আমার সাক্ষী রাখিলেন তবে॥
এত শুনে নৃপতির অঝোর নয়ন।
কোলে করে লাউসেনে নাচেন তখন॥
সভাজন সবে তারা সবিনয় বলে।
ধার্ম্মিক শরীর সেন ধন্য রসাতলে॥
অর্জ্জুনের সারথি সারথি যার সদা।
কি করিতে পারে তায় কোটি মহামদা॥[১]
সত্য সাক্ষী দিয়া হরিহর গেল ঘর।
মাহুদ্যার বুকে জেন পড়িল বজ্জর[২]
অধোমুখে এক দণ্ড যুক্তি অনুমান।
মন্ত্রী কর্ত্তৃক রাজার নিকট রাজভাণ্ডারে চৌর্য্যের কথা নিবেদন।বলে বাইতি বেটার আজি বধিব পরাণ॥
সবংশে নাশিব লয়ে নিব ঘর গারি।
ভূপে কয় ভুবন-ভাণ্ডারে গেছে চুরি॥[৩]
সিন্ধুক সহিত গেছে দুই শত টাকা।
অপর যে কিছু তার শেষ দিব লেখা॥
আর গেছে এক দফা দ্বাদশ মোহর।
কিবা চায় কোটাল হয়েছে স্বতন্তর[৪]
চোর ডাকাতের সনে করেছি সিদারি[৫]
এত লোক থাকিতে তোমার ঘরে চুরি॥
রাত্রি দিন রস-রঙ্গ রমণীর সনে।
ফিরে নাই সহর ফিকির এই মনে॥

  1. যার সহায় স্বয়ং কৃষ্ণ, কোটি মাহুদ্যা তাহার কি করিতে পারে?
  2. বজ্র।
  3. রাজাকে জানাইল যে ভাণ্ডারে চুরি গিয়াছে। “ভুবন-ভাণ্ডার” রাজ-ভাণ্ডারের নাম হওয়া সম্ভব।
  4. কোটাল স্বাধীন (স্বতন্তর) হইয়াছে অর্থাৎ রাজাদেশ মান্য করে না।
  5. সৌহার্দ্দ্য।