পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত-সীতারাম দাস-১৫৯৭ খৃষ্টাব্দ। 8ෙව් সীতারাম দাস—১৫৯৭ খৃঃ। লাউসেন গৌড়েশ্বর-কর্তৃক কামরূপ (কাঙর) বিজয়ে নিযুক্ত। ডোম জাতীয় কালু সর্দার লাউসেনের প্রধান সেনাপতি। লাউসেনের আদেশে কালু কাণ্ডর গড়ে প্রবেশপূর্ব্বক রাজা কপূর্বধলকে পরাজয় করিয়া স্বীয় প্রভূর সঙ্গে মিলিত হইতেছে। বঙ্গভাষা ও সাহিত্যের ৪৭৩—৪৭৪ পৃষ্ঠা দ্রষ্টব্য। কালু সিংহ বলে শুন লাউসেন ভূপ। এখনি জিনিঞা রাজা দিব কামরূপ ৷ কামরূপ জিনিব এখানে থাক তুমি। মায়া করা গড়খান প্রবেশিব আমি॥ এত বলি প্রণাম করিল রাজ-পায়। কাজুৱ-গড় জিনিতে সর্দার বংশ যায়। অঙ্গদ চলিল যেন ভৎসিতে রাবণে। দণ্ডবৎ করে বীর দুর্গার চরণে॥ ব্রহ্মপুত্র ছকুলে আকুল বয়্যা যায়। ছড়াইল সনমুণ্ড (?) কাটারি বীর তায়॥ কালুর দেবীপূজা। শুকাইয়া গেল সব গণ্ডকীর নীর। পার হয় দেখাল কালুসিংহ বীর॥ কুসুম-কাননে বীর করে দেবীর পূজা। ডোমের পূজায় মুখী হল্যা দশভূজা। প্রবেশ করিল বীর সমুখ দুয়ার। কামরূপে প্রবেশ। যোজন প্রমাণ উচ্চ পর্ব্বত আকার॥ গড় দেখি সমুখে একাশী হাত খাণ্ড। সাড়ি পদ্ম ঘোড়ার বলিতে নাঞি দাণ্ড॥ (?) তারপর বেত-গড় ষাটি হাত খান। কেআ বনে দেখি কত পিব্যাসীর (১) খান॥ গুয়া-গড় গভীর দেখিয়া প্রাণ উড়ে। গুয়া-গড়। সাত হাত দরিয়া পঞ্চাশ হাত আড়ে॥ লাখে লাখে কুম্ভীর মকর অবতার। অই রূপ সাত গড় হয়্যা গেল পাৱ॥ সহর দেখিতে প্রায় লোক রব শুনে। কামরূপের রাজধানী দেখিল রাজার গোলা পরিপূর্ণ ধনে॥ বর্ণন। বেত-গড়। (১) প্রবাসীর।