পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্মরাজের গীত —সীতারাম দাস। ১৫৯৭ খৃস্টাব্দ। ৪০ ৫ বারগণ্ডা দেহারা (১) বাইশ গণ্ডা খানা। উত্তর দেউল দেখে যোগীদের থানা॥ ঈশানে ডাকিনী সাধে আপন সাধন। কালু বীর সকল করেন নিরীক্ষণ॥ দেবীর দেউলে বৈসে পাতিয়া আসন। দেবীর “গেড়'। ব্রহ্মার হাতের মাল| জপে ঘনে ঘন॥ ঘরে বস্তা ঈশ্বরী ব্রহ্মার মালা দেখে। মালা দেখি কামরূপ রহে হেট মুখে॥ যেইখানে কর জাপ্য ব্রহ্মা সেই থানে। কালুকে ব্রহ্মা (ভামুর) ভম করিয়া দেব:র। পলায়ন। ভামুর ভরমে দেবী চায় চারি পানে॥ বীর বস্তা৷ ”আরে পালাব কোন পথে। সাত পাচ ভগবতী লাগিল ভাবিতে॥ চৌদিগ চাহিয়া দেবী হুহুঙ্কার ছাড়ে। আচম্বিতে উত্তর দেহারণ ভাঙ্গে পড়ে॥ লজ্জা পায়া গেল দেবী কৈলাসে অচল। ঘন বন করে রাজ্য কাউর - মণ্ডল॥ উগ্রচণ্ডা পালাইলা দেখিয়া হনুমান। কপূরধল রাজন হইল কম্পবান॥ হইল চকার শব্দ চমকিয়া পড়ে। ভূমিকম্প হয়৷ গেল কাউরের গড়ে॥ গাছপালা নড়ে সব কাউরের বরে। কামরূপে বড় হৈল মলিন অন্তরে॥ কামতার বিপদ হৈলে বর্তমান। রাজআজ্ঞা পাইয়া কোটাল বেগে ধান॥ বিশাশয় (২) ঘোড়া সাথে তিন হাজার ঢালি। নয় ক্রোশ কাউর লোকের কোলাকুলি॥ (৩) কোটাল দেবীর মেড়ে দিল দরশন। দুআরে বসি কালু পাতিয়া আসন॥ অভয়ার উত্তর দেয়াল ভাঙ্গ্যাছে। ব্রহ্মচারী একজন তায় বতা আছে ৷ রাজ্যের দ্বিপদ। কেটিালের অভিযান। দেবীর মন্দিরে (১) দেউরী। দ্বারের অপভ্রংশ। (২) একশত বিশ। (৩) কোলাকুলি এস্থলে ‘কোলাহল অর্থে ব্যবহৃত হইয়াছে। নয়॥ ক্রোশ জুড়িয়া লোকের কোলাহল শোনা যাইতে লাগিল।