পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8cぐ2 কালুর পরিচয় জিজ্ঞাস। বঙ্গ-সাহিত্য-পরিচয়। বাম হাতে কাটারি দক্ষিণ হাতে মালা। চক্ষু মুদ্য বস্তা আছে মায়াময় ভোলা (১)। সমাচার লৈতে কেহ আগে নাঞি হয়। মনে মনে ভাবেন কোটাল রামজয়॥ (২) উগ্রচণ্ড পাল্যাল দেখিয়া অমঙ্গল। লঙ্কাপুরে এতদিনে লাগিল অনল। হনুমান গেলেন সাগর পার হয়্যা। পোড়াল সোণার লঙ্কা সীতা সম্ভাষিয়া॥ ছেড়া দিল (৩) উগ্রচণ্ড লঙ্কার আর। সেই দিন হইতে লঙ্কায় মহামার। রাবণে নদীর শাপ সাক্ষাৎ হইল। হেমপুরী মজিল সাগর বান্ধা গেল। পূর্ব্বকালে শুন্যা ছিল্যাঙ কাউরের কথা। কগুপনন্দন আনে হবে বিতথা॥ (?) তের ডোম সঙ্গে তার আগুন পাথর। শুনিঞা ছিল্যাঙ তার মায়াময় ঘর॥ মায়াময় কোন জন মহাজন রিপু। আগ লাইতে নারে কার চল দল রিপু। সমাচার লাগিলে রাজার ঘরএ। কোন জন আজ্ঞায় সন্ধান লয় কে॥ বলিতে লাগিল কেহ ভয় দূর কর্য। কেহ কেহ পাছে রহে ঢাল খাড়া ধর্যা॥ মহাশয় আপনে এখানে কোন জন। এমন হয়্যাছে কোন দেবীর আসন॥ কোন দেশ নিবাস এখানে কাজ কি। বল দেখি কথা গেল হেমন্তের বী। বীর বলে কে জানে কথা গেল দেবী। হেট মুখ হয়্যা আমি হরিগুণ ভাবি ৷ আমি নহি এখানে চণ্ডীর রাখ-আল (৪)। কে জানে কেমন রূপে ভাঙ্গিল দেআল॥ যেন মায়াময় ভোলানাথ। - (২) কোটালের রামের যুদ্ধ জয় বৃত্তান্ত মনে পড়িয়া গেল। (৩) ছাড়িয়া দিল। (৪) রক্ষা-কর্তা