পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত–সীতারাম দাস—১৫৯৭ খৃষ্টাব্দ। 않이 영 এ কথা ধাৰক (১) শুনিয়া বেগে ধায়। রাজসভায় দূত। সমাচার দিল গিয়া রাজার সভায়॥ সন্ন্যাসীকে বলে কিছু কোটালের বল। রাজার আদেশ হল্য রাজসভা চল ৷ বচন বলিছে কিছু কালু মহাতেজ। এত ভুজ বল কোথাকার রাজা॥ তোর রাজা আস্তা মোর পশুক শরণ। রক্ষণ করিব আমি জাতি কুল ধন॥ থানা দিয়া আছি (২) আমি গণ্ডকীর ঘাটে। কাউর জিনিয়া কালি রাজা হব পাটে। কাউর সোণার লঙ্কা আমি হনুমান। কালুর বিক্রম। জাতি কুল যদ্যপি রাথিবি পরিণাম॥ এক দণ্ডে কর্যে দিব রাবণের কাত। পূর্ব্বকালে অনেক কহিল রঘুনাথ। অঙ্গদের কথা যদি রাথিত রাবণ। তবে কে যাইত যত তার ধন জন॥ বিভীষণ বুঝাইল দিল খেদাড়িয়া। কেহ বলে বান্ধা নেবে কি ভয় করম। দশ জন আণ্ডলে সাক্ষাৎ যেন যম॥ এককালে দশজন ধরে তার হাতে। কালু বীরে দশ জন চায় উঠাইতে॥ আগুন সমান কালু ধরে দশ জনে। বার চারি বেড়া-পাক দিলেক (৩) গগনে॥ এই রূপ পাথরে কাছাড় (৪) দেই তুল্য। পাক দিয়া মাটীর উপর দেই ফেল্য ৷ হাতী ঘোড়া উঠাইল কালু ডোমের গায়। হাথের (৫) ধরিয়া কেহ হানিবারে যায়॥ ফেলা লাথি মারিতে রাউত (৬) পড়ে পাকে। পাথর ছিল মাথার ভ্র উঠে নাকে॥ (১) দূত। (২) আমার সৈন্ত-সংস্থান করিয়াছি। (৩) চক্রাকারে ঘুর্ণন করিল। (৪) আছাড়। (৫) হাতিয়ার = অস্ত্র। (৬) সৈন্ত।