পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত–সীতারাম দাস—১৫৯৭ খৃষ্টাব্দ। সাজে রাজ-পেল (১) বড় বড় বালা (২) কাশীধল ছোট ভাই। হৈয়া জখর অনেক লস্কর সাজে হরিদাস নাই (৩) ৷ শিঙ্গ কাড়া ঢোল হলো গগুগোল সাজিল রাজার শালা। অৰ্দ্ধ লক্ষ সৈন্ত যেন অভিমন্ত্য কুঞ্জরে কবচ ঢালা॥ চলে বড় গোলা কামানের বেলা বন্ধুক জম্বুরা সাথে। ঢালি ফরিবাতে চলে যুথে যুথে চলে আসি সভে হাতে॥ কুঞ্জর উপর চঢ়ে নৃপবর সঙ্গে বারজন ভূঞা (৪)। লৈয়া নিজ দল আগে কাশীধল বামেতে খশালি মিঞা॥ লস্কর সাজিয়া আইল্য শীঘ্র হয়্যা কালু দেখিবার পাল্য। করিয়া তজ্জন আল্যে সেনাগণ কালু অস্ত্র তুল্য নিল। কালুর উপর পড়ে গুলি শর রাজা বলে মার মার। কালু সিংহ রায় কামাখ্যার পায় দণ্ডবৎ সাত বার॥ শুনহ কামাখ্যা ভক্তে কর রক্ষণ। শুন ধর্ম্ম-অবতার। সঙরিয়া হরি সন মুণ্ড কাটারি (৫) ধীর বীর আগুসার॥ দেখিয়া বিষম কুকু-মর্যা ডোম (৬) সমুদ্র কাটারি ঝাড়ে। কালুর যুদ্ধ। (১) রাজপুত্র। (২) বালক = পুরুষ। (৩) সম্ভবতঃ নাবিক। শব্দের অপভ্রংশ। (৪) বারভূঞা সভায় রক্ষা করা প্রাচীন আর্য্য-সম্রাটদের (৫) সম্ভবতঃ যে খঙ্গের অগ্রভাগ মুণ্ডাকৃতি ছিল। (৬) কুকুর-মারা ডোম। সনাতনী প্রথা। “সন মুণ্ড” শব্দের অর্থ ভাল বোঝা গেল না। R