পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8×8. ইছাইএর বিরুদ্ধে গৌড়েশ্বরের অভিযান। (>) ছয় পুত্রসহ। 6, রাজ-সভায়। (৩) আক্রমণ করিবে। (৪) গোরালা। বঙ্গ-সাহিত্য-পরিচয়। দরবার দল বল বস্তাছে সর্ব্বজন। ছয় বেট (১) কর্ণসেন দিল দরশন। রাজা সস্তাষিয়া সেন বসিলা দেয়ানে (২)। বার ভূঞে সম্ভাষ করিল কর্ণসেনে। গৌড়পতি বলে সেন কহ সমাচার। ছয় পুত্র লয়্যা বড় এসেছ দরবার॥ নিজ দুঃখ সেন কহে রাজার নিকটে। দ্বিজ রামচন্দ্র গান নিবাস চামটে ৷ রাজার দরবারে সেন কাদিতে লাগিল। এতদিনে মহারাজ রাজ্য দেশ গেল॥ ইচ্ছাই হইল রাজা ঢেকুর ভিতরে। আপনে আছেন দুর্গ ইচ্ছায়ের ঘরে॥ দেবতা সকল ধরে নব দণ্ড ছাতা। লুট করে নিলেক আমার মাল মান্ত॥ আজি কালি হানা দিবে (৩) গৌড় উপরে। এত শুনি গৌড়েশ্বর রুষিলা অন্তরে॥ মহামদ বলে রাজা চল শীঘ্র যাব। ঢেকুরের মাটি আজি গৌড়কে চুণাব। দেখি ইচ্ছা গুয়াল (৪) কেমন ধরে বল। মার কাট করে সাজে নব লক্ষ দল। বচন শুনিয়া রাজা দম্ফে ফাটে মাটি। সাজ সাজ দমমা দমাব পড়ে কাটি॥ নানা বাদ্য বাজে সাজে নৃপ-সেনাগণ। তোলপাড় করে রাজ্য গৌড় ভুবন॥ রায়বেলি গন্ধবেলি জম্বুরা ক্রলান। ক্ষমরি মোহরি কাড়া ফুকরে কাহান॥ দগড় দগড়ী বেণু রুদ্র বীণা বঁাশী। ংস্ত করতাল ঘণ্টা ঘোর-শব্দ কালী। সিন্ধু আনবরোল ভেরী রণভেরী কালী। জয়ঢাক বীরঢাক কর্ণে লাগে তালি ৷