পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ-সাহিত্য-পরিচয়। অঝোর নয়নে কাদে রাজার শাশুড়ী। বর দেখে মন্থর (১) মাথায় ভাঙ্গে হাড়ী॥ রঞ্জার কপালে বলি ছিল বুড়া বর। কে বলে যে করিল রায় গৌড়েশ্বর॥ বেলু রাজা জামাতা করিল বরণ। সুগন্ধি চন্দন মালা বসন ভূষণ॥ স্ত্রী-আচার করিতে মন্থর রাজরাণী। উথানেরো থালা হাতে মরালগামিনী॥ আয়্যা সঙ্গে তিন বার প্রদক্ষিণ হলো। পাদ্য অর্ঘ্য দিয়া দধি চরণে ঢালিল॥ নানামত ঔষধ করিয়া সাবধানে। পাণ নিছিয়া ফেলাইল হুলুই চারিপানে॥ বরের বদনে বস্ত্র আচ্ছাদন দিয়া। চারি জনে কন্যা তোলে পাটে বসাইয়া॥ যোড়হাতে সুন্দরী রহিলা হেট-মাথে। গায়ের বরণ যেন বিজুরি বলকে॥ সাত বার প্রদক্ষিণ কর্য সেই বেলা। বর-কন্ত দুজনে বদল হল্য মালা॥ ছাউনি নাড়িল কন্ত পড়ে জয়ধ্বনি। তবে কন্যা দান কৈল বেনু নৃপমণি॥ অনেক যৌতুক দিল করিয়া সম্মান। ব্রাহ্মণে গেঠ্যালা (২) বান্ধে বেদের বিধান॥ অরুন্ধতী (৩) লাজহোম ক্রিয়া হৈল সারা। বর-কন্ত ঘরে নিল দিয়া জলধারা॥ ক্ষীরখণ্ড ভোজনেতে বঞ্চিল বাসর। এত দূরে পালা সাঙ্গ শুন মায়াধর। দ্বিজ রামচন্দ্রে গান অনাদ্যার পায়। হরিধবনি বল সভে পালা হল্য সায় ৷ (১) রঞ্জার মাতার নাম। (২) গ্রন্থি। (৩) একটি নক্ষত্র। বিবাহ-কালে বৈদিকমন্ত্র-পাঠসহকারে নববধূকে ঐ অরুন্ধতী নক্ষত্র দেখান হয়, তাহাতেই বর-বধু ইহ-পরকালে পরম্পর সন্মিলিত থাকেন।