পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 > R কোটালের সঙ্গে লাউসেনের কথা। কুরের রাজা ইছাই ঘোষ গোয়াল জাতীয় ছিলেন। (২) ইছাই ঘোষের প্রধান সেনাপতির নাম লোহাট। (৩) মহাবীর ইছাইকে যুদ্ধে উপস্থিত হইতে হয় নাই, লোহাটার সঙ্গে যুদ্ধে হারিয়া গোঁড়াধিপকে পলাইয়া মাইতে হইয়াছে। (৪) ইছাইএর নামে। বঙ্গ-সাহিত্য-পরিচয়। লাউসেনে কোটাল বলএ ক্রোধমুখে। নাগরা নিশান হেথা দেহ কোন বুকে॥ কোথা থাক কিবা নাম কাহার নন্দন। ক্রেথায় করিলে স্থিতি কিসের কারণ॥ সেন বলে শুন কহি সকল ভারতী। লাউসেম নাম মোর ময়নাতে স্থিতি॥ কর্ণসেন পিতা মোর রঞ্জাবতী মা। যে হেতু আসিয়াছি হেথা শুন কই তা ৷ এদেশের অধিপতি রাজা গৌড়েশ্বর। সে পাঠাল্য নিতে মোরে ঢেকুরের ঘর। গিয়া শীঘ্র গৌণহীনে কহ গোপরাজে (১)। কর দিয়া মুখে রকু ঢেকুরের মাঝে॥ নতুবা সমর দিকু যদি বল আছে। এই কথা কহ গিয়া ইছাএর কাছে॥ হাসিয়া কোটাল বলে শুন সমাচার। গৌড়েশ্বর আপনি আইল সাত বার॥ সংহতি আনিয়াছিল নব লক্ষ দল। পার হত্যে না পার্যাছে অজএর জল ৷ মহাবীর ইছাই না গেল তার কাছে। লোহাটার (২) রণে সেহ পলাইয়া গেছে (৩) ৷ ইন্দ্র যম বরুণ ইছাএ (৪) কম্পবান। কেন হেথা আসিয়াছ হারাইতে প্রাণ॥ অন্ত হৈলে এখনি সকল নিত কাড়া। প্রাণ লয়্যা যাহ ধর্ম্মদ্বার দিনু ছাড়া॥ হাসিয়া বলেন সেন না জানিস আমা। মোরে কি ছাড়িয়া দিবি তোরে দিতু ক্ষমা ৷ বলিলে যে লোহাটী বড় মহাবীর। অনায়াসে কালু তার কাটিলেক শির॥