পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত–রামনারায়ণ–১৭শ শতাব্দী। 8২৫ হেটে বাম ভূজে মুণ্ড রক্তধারা তায়। উৰ্দ্ধমুখ করিয়া চুমকি রক্ত খায়। দক্ষিণ যুগল ভুজ বরদ অভয়। নরকরকিঙ্কিণী কোমর সমুদয়। জু-কাণে লম্বিত শব ভয়ঙ্কর শোভা। মহারেী মহাকালী মহামেঘপ্রভা ৷ মড়ার বুকেতে শোভা চরণ-দুখানি। দিগম্বরী মহামায়া শ্মশানবাসিনী॥ বর মাগ বর মাগ কন ভদ্রকালী। স্তব করে ইছাই সমুখে কৃতাঞ্জলি ৷ জগৎব্যাপক বিশ্বরূপ নারায়ণী। জগজনে পূজে রাঙ্গা চরণ-কুখানি॥ নিদ্রারূপে অচেতনে কৈলে বনমালী। নমস্তে ভুবন-মাতা নমো ভদ্রকালী ৷ চিন্তি মন জ্ঞানরূপ ত্রিগুণধারিণী। সদানন্দময়ী দুর্গা তুমিত যোগিনী॥ ইছাইএর স্তুতি। সমরে আনন্দে নাচ দিয়া করতালি। নমস্তে ভুবন-মাতা নমো ভদ্রকালী | অনাথাদি দীন ভয়াতুর বদ্ধজনে। তুমি কর্ত্ত সভাকার দুঃখ-বিমোচনে॥ যমুনা হইলে পার হইয়া শৃকালী। নমস্তে ভুবন-মাতা নমো ভদ্রকালী॥ নমো দুর্গ শিবারূপা ভীমরবা সতী। শচী রাধা সাবিত্রী সারদা অরুন্ধতী॥ ব্রহ্মার ব্রহ্মাণী তুমি আপনি মৈথিলী। নমস্তে ভুবন-মাতা নমো ভদ্রকালী ৷ রণে বনে শক্রমধ্যে অন্তরীক্ষে জলে। তুমিত রক্ষার হেতু আগমেতে বলে। ও চরণ বুকেতে ধারণ কৈল শূলী। নমস্তে ভুবন-মাতা নমো ভদ্রকালী ৷ অপার দুস্তরাণবে পড়য়ে যেই প্রাণী। তাহারে তারিতে মাতা তুমিত তরণী॥ & 8