পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ミや বর-প্রার্থন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। তব কৃপাবলে তরে সব দায় টালি। নমস্তে ভুবন-মাতা নমো ভদ্রকালী॥ তুমি লোভ তুমি মোহ তুমি দপপদ। তুমি কাম তুমি ক্রোধ তুমিত বিপদ। যে জন তোমারে সেবে সেই পুণ্যশালী। নমস্তে ভুবন-মাতা নমো ভদ্রকালী॥ তুমি ধর্ম্ম তুমি কর্ম্ম তুমি ব্রহ্মসার। এ চৌদভুবন (১) মাতা বিভূতি (২) তোমার॥ তুমি শান্ত তুমি ভ্রান্ত তুমিত করালী। নমস্তে ভুবন-মাতা নমো ভদ্রকালী॥ মুহুমুহু মহাস্তব পড়ে মহাবীর। ঈশ্বরী বলে রে ইছাই হও স্থির॥ কোন দায় পড়িয়াছ কিসের ভাবনা। ব্যাধিবশে কি বা বাছা পাত্যাছ যন্ত্রণ॥ পুত্র-বাঞ্ছা মনে কিবা আর রাজ্যধন। সত্য করি ইছাই বল বিবরণ॥ ইন্দ্রপদ বাঞ্ছ কিবা হত্যে চাও মনু। যাহা চাহিবে তাহা দিব কহিলাম তনু (৩) ৷ ঈশ্বরীর বচনান্তে বলএ ইছাই। ধন পুত্র রাজ্য ইন্দ্রপদ নাঞি চাই॥ লাউসেন নামে বীর রঞ্জার তনয়। বাজী চাপি পার হৈল দুরন্ত অজয়॥ সমরে মারিল বীর লোহাটা বজ্জরে (৪)। থানা আসি দিল মোর গড়ের উপরে॥ যে অজয় পার হৈতে ইন্দ্র ভয় মানে। সে অজয় পার হৈয়া আল্য হয়-যানে (৫)॥ নব লক্ষ দলে গৌড়েশ্বর আস্ত ছিল। এক লোহাটার রণে ভঙ্গ দিয়া গেল॥ লাউসেনের সঙ্গে কালু ডোম এক বীর। লোহাটাকে মারিল মারিয়া এক তীর॥ 6) (9) তোমাকে। (৪) লোহাটার পূর্ণ নাম লোহাটী বজ্র বেজ্জর)। সম্ভবতঃ ‘বজ” লোহাটার উপাধি ছিল। (৫) অশ্ব চাপিয়া।