পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত–রামনারায়ণ–১৭শ শতাব্দী। 8、ふ চল তুর্ণ চূর্ণ কর পূর্ণ রিপূদপ। আজি রণে তুমি তাক্ষ রিপু হবে সর্প। ইছাএ আশ্বাস করি দেবী ভদ্রকালী। গিরিকর্ণ কুসুম করেতে দিল তুলি ৷ কেবল ভাবনা শ্রীধর্ম্মের পদানুজ। রামনারায়ণ গায় রামকৃষ্ণাঙ্গুজ॥ শুামরূপ চরণে প্রণাম করি বীর। মালসাট মারি উঠে গরজে গভীর॥ পাগ বান্ধে প্রবন্ধে কেবল পদ্মফুল। কল ধৌত কম্পিত কসনি (১) দুই কুল (২)॥ চিরা (৩) বান্ধে চন্দ্রদ্যুতি চিকুরের ছটা। মাতঙ্গমুকুতা (৪) কাণে কাছে গালপাটা॥ বাহুতে বিচিত্র বাধে বিচটার ছড়া। হীরা নীলা মাণিক মুকুতা তাম যোড়॥ অঙ্গে অঙ্গরের্থী (৫) পরে দেখি লাগে ডর। পবন পাবক পৃথ্বী কাপে পুরন্দর। পরিল চালনা দড় রঙ্গময় ধার। সঘনে ফিরায় আখি চক্রের আকার॥ সর্ব্বাঙ্গে চন্দন পরে অতি মনোহর। অৰ্দ্ধচন্দ্র ফোটা সাজে ললাট উপর। পরিসর পেট পরে পুরটের কড়া। কসনি কোমর দড় পাগ তথি বেড়া॥ যোড় জম ধর বান্ধে ফুল নাঞি যার। বাম দিগে বান্ধিলেক যুগল তলয়ার। টানাটানি টাঙ্গী বন্ধে টলে পদে ধরা। ইন্দ্র ভাবে অমরাতে হানা দিবে পারা (৬) | ইছাইএর যুদ্ধ সজ্জা। (১) বেষ্টনী (Belt)। (২) পাগের দুই দিকের বেষ্টনীতে স্বর্ণজ্যোতিঃ কম্পিত হইতেছে পোগের দুইদিকে স্বর্ণের আঁচল থাকে)। (৩) দুই ধার। (৪) গজমুক্তা। (৫) অঙ্গরক্ষা=বর্ম্ম। সম্ভবতঃ এই শব্দ হইতে “আঙ্গারখা” শব্দ আসিয়াছে। (৬) পার = এই প্রকার বোধ হয়।