পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত–রামনারায়ণ–১৭শ শতাব্দী। 83) × এই মত মনে বহু বাখানিল সেন। ত্বরাযুত হয় যুদ্ধের সজ্জিলেন। করযোড়ে কালু বীর হেন কালে কয়। তুমি রণে আশু যাবে উপযুক্ত নয়। কালুর যুদ্ধে যাইতে সেবকে সারিলে কার্য্য না যায় ঠাকুর। অনুমতি প্রার্থনা ৷ আজ্ঞা হুকু আমি জয় করিএ ঢেকুর। কোন বীর ইছাই গুয়াল কিসে গুণি। তাহার সমরে তুমি চলিবে আপনি॥ ধনে বলে যেই জন হয় ত সোসর। তার সঙ্গে মৈত্র তার সঙ্গে সাজে পর (১)॥ ধনে বলে গোয়াল তোমার সম নয়। তার যুদ্ধে কেন তুমি যাবে মহাশয়॥ বিশেষ বচন বলি বস্তা রহ তুমি। ইছাই গোয়ালা বান্ধি আনি দিব আমি। কোন ছার ইছাই কিসের বলবান। এক বাণে অবিলম্বে বধিব পরাণ॥ লোহার প্রতাপ গৌড়ে সর্ব্বকাল। অবিরত চমকয়ে গৌড়ের ভূপাল॥ তব পদরেণু-ভূষা দেহ মহাশয়। এক শরে সে বীর গেছে যমালয়॥ সেই মত ইছাএ করিব আমি নাশ। মনোমাঝে মহাশয় না মান্ত তরাস ৷ সেন বলে শুন সত্য কালু সিংহ বর। সাবধানে করা আজি ইছাই সমর॥ দুৰ্দ্ধৰ্ষ দেখি বীর দ্বিতীয় বাসৰ। নাঞি লাগে মনে রণে হয় পরাভব। কালু কয় কি হেতু কল্পনা কর মন। ঠাএ (২) বিনাশিব গোপে দেখিবে এখন॥ এত বলি কালু বীর করিল জুহর। রণসাজ বান্ধে বস্ত আসি আপনার॥ পায় মোজা পরিয়া চার না পরে আটি। পটুক কোমরে বান্ধে গাএ রাঙ্গা মাটী ৷ কালুর যুদ্ধসজ্জা। (১) শক্র। এখানে শক্রতা। (*) একবাৰে।