পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8○○ রাত্রির জন্ত যুদ্ধ স্থগিত। বঙ্গ-সাহিত্য-পরিচয়। অচেতনে বীর কালু পড়ে ভূমিতলে। বেগে সেন আসিয়া কালুরে নিল কোলে। ইছাএরে কন সেন সকরুণ ভাষা। দেখ ভাই উপস্থিত হৈল আসি নিশা॥ হইল তোমার জয় যাহ বীর ঘর। তোমায় আমায় কালি করিব সমর॥ ইছাই চলিয়া গেল নিজ নিকেতন। কালু কোলে লাউসেন করেন রোদন। ভরসা কেবল শ্রীধর্ম্মের পদাম্বুজ। গায় রামনারায়ণ রামকৃষ্ণানুজ | ঘনরাম-চক্রবর্ত্তি-প্রণীত শ্রীধর্ম্মমঙ্গল। পুস্তক-রচনা-কাল ১৭১৩ খৃষ্টাব্দ। বঙ্গবাসী পত্রিকার চেষ্টায় ঘনরাম চক্রবর্তীর “ধর্ম্মমঙ্গল” খানিই বিশেষ প্রসিদ্ধি লাভ করিয়াছে। ঘনরামের বিবরণ বঙ্গভাষা ও সাহিত্যের ৪৭৭–৪৮২ পৃষ্ঠায় দ্রষ্টব্য। ইছাইঘোষের যুদ্ধ-সজ্জা। ইছাইঘোষের রাজধানী 'ঢেকুর’—“অজয় ঢেকুর’ এই প্রসিদ্ধি লাভ করিয়াছিল। গৌড়েশ্বরের নব লক্ষ সৈন্ত ইছাই বারংবার পরাস্ত করিয়াছিল। ইছাইঘোষের বিক্রম সম্বন্ধে ধর্ম্মমঙ্গলের অপরাপর কবিগণের রচনাও এই পুস্তকের আরও কয়েকটা স্থলে উদ্ধৃত করা হইয়াছে। ভূতলে আছাড়ে ভুজ মারি মালসাট। সাজে শক্র সমরে সাক্ষাৎ যমরাট॥ বিরাষ্ট্র সমরে যেন স্বশর্ম্মার রণ। সাজিল রাবণ কিবা বধিতে লক্ষ্মণ॥ সেইরূপে সাজন করিছে তড়বড়ি। দড় বড় কোমর কষিছে কড়াকড়ি॥ পেট আটি বাধিল বত্রিশ বেড় পাগে। কষিতে কুরঙ্গ ছাল বার গজ লাগে॥ ডান ভাগে বান্ধিল যুগল যমধর (১)। থরতর যোড়া খাড়া নামে দুই থর॥ (১) অস্ত্রবিশেষের নাম।