পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত—ঘনরাম—১৭১৩ খৃষ্টাব্দ। . অগ্নি যে শীতল হয় প্রচলে পর্ব্বত। তথাপি-সজ্জন বাক্য নহে অন্তমত। (১) যে বচন পালিতে পাতালে গেল বলি। জরাসন্ধ প্রাণ দিল অঙ্গীকার পালি ৷ হরিশ্চন্দ্র মহারাজা পুরাণে প্রমাণ। সত্য পালি সংসারে দাড়াতে নাই স্থান॥ সপ্তদ্বীপ দান দিল দক্ষিণার তরে। বনিতা বালক বন্দী ব্রাহ্মণের ঘরে॥ আপনি হইল রাজা চণ্ডালের দাস। অঙ্গীকার বচন লঙ্ঘনে ভাবি ত্রাস॥ অপর বলির পিতা বিরোচন দৈত্য। অকাতরে প্রাণ দিল করেছিল সত্য॥ এখানে করিলে সত্য গঙ্গাজল হাতে। এ কোন বিচার দাদা গৌণ কর তাতে॥ সত্য পাল শতেক পুরুষ স্বৰ্গ লও। (২) নরক না কর দাদা মাথা কেটে দেও। সত্য না লজিঘবে দাদা আপনি মহত। জন্মিলে মরণ আছে রাখ ধর্ম্মপথ॥ কালু বলে চণ্ডালে ধার্ম্মিক বড় তু (৩)। দেখিতে উচিত নয় তো ঝাড়ির (৪) মু (৫)। কি করিব কোথা হতে পরকাল মজে। এ পাপে পরশে পাছে সেন মহারাজে॥ এ পাপে না হয় পাছে পশ্চিম উদয় (৬)। সেনের কঠোর সেবা পাছে ব্যর্থ হয় ৷ ১) উদয়তি যদি ভানুঃ পশ্চিমে দিক্‌বিভাগে। বিকশতি যদি পদ্মং পর্ব্বতানাং শিখাত্রে॥ বিচলতি যদি মেরু: শীততাং যাতি বহ্নিঃ। ন চলতি থলু বাক্যং সজ্জনানাং কদাচিৎ ৷ (২) সত্য পালন কর এবং তাহার ফলে শত পুরুষকে স্বর্গে বাস করাও। আমার প্রার্থন পূর্ণ করিবে, কাম্বা এই সত্য করাইয়াছিল, তাহা পূর্ব্ববর্ত্তী বর্ণনায় আছে। (৩) তুই। (৪) তোর মত হাড়ির। (৫) মুখ। (৬) লাউসেন দুশ্চর তপস্যা দ্বারা সূর্য্যকে পশ্চিমে উদয় করাইতে গিয়াছেন। কালু ভাবিল যদি সত্য রক্ষা না করি, তবে এই পাপে পাছে সেন মহারাজের তপস্তাৱ বিঘ্ন হয়। 88○ সেন মহারাঞ্জের প্রতি