পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত—ঘনরাম—১৭১৩ খৃষ্টাব্দ। 886: রজপুত মজপুত যৈছন যমদূত সমযুত যুঝে খানসামা। দাদালী দলবল মহী মাঝে মাতল মানব মহিমে মহা দম্ফে। o ধর ধর বলে ঘন ধাইছে দানাগণ ধমকে ধরাধরি কম্পে॥ তবুত অকাতর নৃপতি লস্কর দুষ্কর সমরের মাঝে। ঝটপটী চোট পাট বহিছে হান কাট মামুদ (১) মার মার গাজে ৷ ঘুড়ী পীঠে কানড়। ঝণকে বাকে ঝকড়া ঝাপটে ঝিকে ঝুপ কুপ। না মানিয়া সংশয় রণজিৎ রণজয় রোধে বীর রণভীম ভূপ। সাঙ্গী শেল ঝুপকূপ রাখিছে লুপ লুপ লাফে লাফে লুপিছে দানা। প্রেত ভূত পিশাচী ধাওয়া ধাই ধুমসী খুসমী রণে দিল হানা॥ হাকে হাকে হরিষে শর গুলি বরিষে আকাশে একাকার ধূম। দিশাহারা দিবসে হত কত তরাসে গোলা গজে ছড় ছড় ছডুম॥ করয়ে তজ্জন ঘোরতর গৰ্জ্জন দুৰ্জ্জন দানাগণ দৰ্পে। সংগ্রামে সেনাগণ সংহারে যৈছন ক্ষুধিত থগপতি সপে। বড়গোলা বন্দুক ছড় ছড় দশমুখ চকিত চমকিত শেষ। অবনী টলাটল কম্পিত কুলাচল ত্রাসে তরল ত্রিদিবেশ॥ ধূমী পরদল হানিছে দলবল হাকিছে বিপরীত রা। (৩) মহামদ পাত্র।