পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8৬২ বঙ্গ-সাহিত্য-পরিচয়। কাম্বা (১) ডোম হয় যদি ইহার দোসর (২)। হেলায় জিনিতে পারে যম পুরন্দর ৷ যদ্যপি ইহার হাতে থাকে খাড়া ফল। কঁপাইতে পারে স্বর্গ পাতাল অচলা॥ কোন বুদ্ধ্যে লাউসেনে করিছ বিদায়। ঘরে যায়া যদ্যপি পালায়্যা এই যায়॥ তার কি উপায় রাজা করিবে তখন। অবিশ্বাসে বিশ্বাস না করিহ রাজন॥ তবে যদি বিদায় করিলে নৃপমণি। গুলবন্ধী (৩) রাখ্যা যাকু জনক জননী॥ পাত্রের যুকতি ভূপতির লাগে মনে। অনান্ত-মঙ্গল বস্তু নরসিংহ ভণে। পাত্রের বচন শুষ্ঠা গৌড়ের রাজন। সেনকে বলেন কিছু সহাস বদন॥ ময়নানগর যদি তুমি যাত্যে চাও। গুলবন্ধী আপন মা বাপে রাখ্যা যাও ৷ ঘর গেলে কি জানি কি হয় অন্ত মন। পাত্রের চেষ্টায় লাউ- গুলবন্ধী আতেব চাহিএ বাপধন॥ সেনের কারাদণ্ড। এত বলি চান রাজা কোটালের পানে। সেনকে নজরবন্ধী রাখ সাবধানে॥ লাউসেনে বন্দীশালে নিল পোতামাজী। পাত্র বলে বেটীকে দিলাম ভাল বাজী॥ ইন্দ্রজালে (৪) বিরলে বলেন পাত্রবর। এমন বান্ধাবে যেন যায় যমঘর॥ লাউ সেন মর্যা গেলে পাবে নানা ধন। জায়গীর কর্যা দিব ময়না-ভুবন॥ পাত্রের বচনে ইন্দ্রা গেল কারাগারে। বত্রিশ বন্ধনে বান্ধে রঞ্জার কুমারে। (১) লাউসেনের সেনাপতি কালু ডোম। (২) সহায়। (৩) জামিনস্বরূপ। (৪) ইন্দ্রজালবিং ( যে নানা প্রকার মায়া জানে ) কারাধ্যক্ষ।