পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত–নরসিংহ বস্থ–১৭৩৭ খৃষ্টাব্দ। 8ᎸᏄ এত শুনি হনুমান করিল গমন। কালুর শিয়রে বসি কহিল স্বপন॥ জাগ্য বস কালু ঘুমে বিসর্জন দেয়। কালুকে স্বপ্ন দেখান। নিরঞ্জন পাঠাল্য বারতা শুন্তা নেয়। ময়না তোমার হাতে কর্য সমর্পণ। হাকণ্ড-ভুবন গেলা রঞ্জার নন্দন॥ তুমি স্থখে নিদ্রা যায় নাহিক ভাবনা। বিপক্ষের ঠাট আসি বেড়াছে ময়ন॥ ভবানীর পূজা করা বান্ধিয়া কোমর। রণে পরাজয় কর রাজার লস্কর॥ এত বলি হনুমান করিল গমন। জাগিয়া বসিল বীর দেখিয়া স্বপন॥ চক্ষু কচালিয়া বীর চারি পানে চায়। কে কহিল স্বপন দেখিতে নাহি পায়॥ দোলই সকলে ডাক পাড়ে ঘনে ঘন। জাগ্য বস ভাই সব শুন বিবরণ॥ শাক শুকা উঠা বস্তা চক্ষে দিয়া জল। নিন্দ্যাটীতে ঢুলঢুল লোচন-যুগল। কালু বলে শুন সভে অনুভব কথন। আমার শিয়রে এক প্রকাশ রতন॥ পরিপাটী স্বপন বচন চোটপাট। বলিল ময়না বিজিল (১) বিপক্ষের ঠাট। ভক্তিভাবে পূজা করা দেবীর চরণ। হাত্যার বান্ধিয়া রাখ ময়না-ভুবন॥ দেবীপূজা নাহি করি অনেক দিবস। ভবানী পূজিব আজি দিয়া মধুৰস। কারণ পরম তত্ত্ব আগমের সার। এত বলি গেলা সবে গুড়ীর আগার॥ দেবাপুজার মদ্য সর্ব্ব অঞ্জলিডা গড়ে নদ। *...". বারাল্য শুড়ীর বেটা সহাস বদন॥ সবিনয়ে জুহার করিল কালু বীরে। (১) জয় করিল।