পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত-নরসিংহ বস্থ–১৭৩৭ খৃষ্টাব্দ। sqS বীর কালু মহানন্দে চন্দ্রনাদি অষ্ট গন্ধে পূজা করে দেবীর চরণ। কুসুমে পূর্ণিত ডাল গন্ধরাজে গড়া মালা ঘরে ঘরে মল্লিক। রঙ্গীণ॥ জয়ন্তী অপরাজিত ধূস্তর অসিত সিতা জবা মূখী সিউতী টগর। অখণ্ড শিফল (১) দল দ্রোণ ধলা উৎপল চম্পক করবী নাগেশ্বর॥ ধূপের স্বগন্ধ ছুটি গগন উপরে উঠি দেবীপূজা। দীপমালা কপূরের বাতি। নৈবেদ্য আসএ বিধি উপহার নানা বিধি মিষ্টান্ন মধুর বাতি বাতি॥ মাঝখানে মদ ঘড়ী চারি দিকে রুটি বড় সুরসাল সুবর্ণের থালে। মাংস ভাজা সিক ঝোল কটুতৈলে ভাজা ওল ঝোল কৈল মরিচের ঝালে॥ পরিপাটী ভাজাতলা কুলাম্বলে পাকা কলা শাক দালি বেসারি ব্যঞ্জন। সোন পোড়া গণ্ড দশ তাহাতে জমির রস অপরঞ্চ নানা আয়োজন॥ . ভাতি ভাতি নানা পিঠা হাড় ভরা ক্ষীর মিঠা দধি দুগ্ধ নানান সন্দেশ। আমি জাম নানা ফল পনসাদি নারিকেল নানা মূল মৃণাল বিশেষ। বকুল পূর্ণিত ঝুড়ি আট ভাজা চিড়া মুড়ি কলসে পূর্ণিত সিদ্ধি বারি। কপূৰ্ব তাম্বল গুয় কজ্জল সিন্দুর চুয়া স্থবাসিত জলে পূর্ণ ঝারি। দেখে ভক্তিভাব পূজা উঠিলেন চতুভুজ সিংহ্যানে সঙ্গে পদ্মাবতী। ডোমের দেখিয়া ভাব পরম পীরিত লাভ হাস্তা কিছু বলেন পার্ব্বতী॥ (১) শ্রীফল।