পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8bళe নিষ্ফল পূজা। কালুর প্রতি দেবীর অভিশাপ। মদ্যপানে মত্ততা। বঙ্গ-সাহিত্য-পরিচয়। প্রিয় বাক্যে ঠাকুরাণী পদ্মারে বলেন বাণী কে মোর এমন পূজা করে। শুন সখি পদ্মাবতি যদি দেহ অনুমতি রাজা করি ইন্দ্রের উপরে॥ অমর করিয়া যাই নিত্য যেন পূজা পাই ধনে করি ধনদ সমান। ভক্তিভাবে ভগবতী সাত পাচ মনে অতি মনেতে করেন অনুমান॥ দেখহ দৈবের গতি ডোমের ফিরিল মতি মদের সৌরভে সচঞ্চল। না করিয়া নিবেদন ভক্ষণে দিলেন মন মহাপূজা হইল বিফল ৷ দেখিয়া দেবীর তাপ কালু বীরে দিল শাপ সবংশেতে হইবে নিধন। পরীক্ষিৎ ব্রহ্মশাপে ভবানীর মনস্তাপে কালু বীর হইল তেমন॥ ক্রোধ কর্য ভগবতী ঘর গেলা শীঘ্রগতি ডোম খায় ভাঙ্গ ভুজা মদ। বসু ঘনশ্যামাত্মজ সেবি ধর্ম্ম-পদরজ রচিল ত্রিপদীচ্ছন্দে পদ॥ ভবানী বিমনা হয়্যা গেলেন কৈলাস। ডোম সব মদ খায় নানা পরিহাস॥ আসবে পূর্ণিত ঘট মাঝে ছেন্দ তার। * * * * কালিনীর ধার॥ ফেরাফেরি ভক্ষণ করিছে গুটী গুটী। ঘটে ভাজা নকুল আচলে মুটি মুটি॥ আস্ত ভাই বস্তা যায় মুখে রাম রাম। পিঠা ভাত ভক্ষণ ব্যঞ্জন অনুপম॥ আনন্দের সীমা নাঞি অমিয়া সাগরে। কেহ কারো তুল্য দেই মুখের উপরে। খাতে থাত্যে খুমার কতেক তাল উঠে। ঠেমঠার বাদ্য বাজে শুষ্ঠা ৫ * *॥