পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত–সহদেব চক্রবর্তী—১৭৪০ খৃষ্টাব্দ। মিছা মায়া মধুৱসে বন্দী হয়্যা মায়াপাশে হরিপদে না রহে ভকতি। তসরের পোকা যেন লুতায় বসিয়া কেন নিজ মুখে মজে লঘু গতি॥ যোগীর পরম ধন গোবিন্দের পদে মন শুনেছি সনক সনাতন। না শুনি ব্রহ্মার কথা (১) সবে হলো উৰ্দ্ধরেত সাক্ষাৎ পাইল নারায়ণ॥ মস্তকেতে জটা ধরি গাছের বাকল পরি বিভূতি-ভূষণ ধরি গায়। কি করিব রাজ্যধন পরম সুন্দরীগণ উহ! কি আমারে শোভা পায়॥ কাননে করিয়া বাস সুখে থাকি বার মাস গোবিন্দ তপেন নিরস্তর। যাহ ধনী আপনার ঘর॥ মধুর বচন তোর লোভ মোহ কাম মোর নাহি কেন বাড়াও জঞ্জাল। কেন চাহ মোর পানে বঙ্কিম নয়ন-কোণে হায় হায় আমার কপাল॥ হৈয়া জটা-বন্ধধারী যে জন পরশে নারী নাহি পাপী তাহাব সমান। ও রসে বঞ্চিত আমি আর কত বল তুমি মোরে না শোভয়ে হেন কাম॥ প্রমীলা যতেক ভণে মীননাথ নাহি শুনে ভাবে রামা কি করি উপায়। দ্বিজ সহদেব ভণে - বিহুমূলে যেই জনে দয়াবান হৈলে কালুরায়। (২) (১) ব্রহ্মার উদ্দেশু স্বষ্টি—প্রজাবৃদ্ধি, সেই উদ্দেশে অনুকূলতা না দেখাইয়া। (২) যে সহদেব চক্রবর্ত্তীর প্রতি কালুরায়-নামক ধর্ম্মঠাকুর বিৰমূলে প্রসন্ন হইয়াছিলেন। 8b-ව